মহালয় থেকে লক্ষ্মীপুজো, কলকাতার অজস্র রাস্তা থাকবে বন্ধ! দেখে নিন তালিকা

Published on:

kolkata road closed

সহেলি মিত্র, কলকাতাঃ দোরগোড়ায় উৎসবের মরসুম। শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রের ইতিমধ্যে বেড়েছে মানুষজন, যানবাহনের সংখ্যা। অত্যাধিক যানজট পরিস্থিতি ঠেকানোর উদ্দেশ্যে আগাম পদক্ষেপ নিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। জানা গিয়েছে, মহালয়া থেকে লক্ষ্মীপুজো অবধি কলকাতা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে ট্র্যাফিক ব্যবস্থা (Kolkata Road Closed)। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত কোন দিন কোন রাস্তা বন্ধ থাকবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারও যদি এই সময়টায় রাস্তায় বেরনোর প্ল্যান থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ে ফেলুন ঝটপট।

মহালয়া থেকে বন্ধ থাকবে বহু রাস্তা

দর্শনার্থীদের চলাচলের সুবিধার্থে বাবু ঘাটের কাছে স্ট্র্যান্ড রোড, অকল্যান্ড রোড, কিংসওয়ে এবং ক্লাইড রোড সহ গুরুত্বপূর্ণ অংশগুলি কয়েক ঘন্টার জন্য বন্ধ বা ডাইভার্ট করা হবে। তৃতীয়া অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে, শহর জুড়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। উত্তর কলকাতার প্রায় ২৭টি, মধ্য কলকাতার ২৫টি, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার ২৫টি, দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ-পশ্চিম কলকাতার ১৬টি করে রাস্তার পাশাপাশি স্থানীয় সম্পত্তি-লাইন যানবাহন ছাড়া কোনও প্রবেশাধিকার থাকবে না। ১৭০টি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুনঃ ছোট থেকেই মেধাবী! যাদবপুরের পড়ুয়া অনামিকার মদ্যপান তত্ত্ব মানতে নারাজ প্রতিবেশীরা

যে যে রাস্তাগুলি নবমী অবধি বন্ধ থাকবে সেগুলি হল বি.কে. পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট এবং রবীন্দ্র সরণির মধ্যবর্তী অংশ, নিমতলা ঘাট স্ট্রিট এবং কে.কে. ঠাকুর স্ট্রিটের মধ্যবর্তী বৈকুণ্ঠ সেন লেন এবং যদুলাল মল্লিক রোড, ভবানাথ সেন স্ট্রিট, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্রয়োজন মতো সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিধান সরণির মধ্যবর্তী বিডন স্ট্রিট, দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট, গুরিপাড়া রোড, গড়পার রোড, গোপাল রাম দত্ত লেন, হরিনাথ দে রোড, কৈলাশ বোস স্ট্রিট, এ.পি.সি. রায় রোড থেকে কাইজার স্ট্রিট, মহারানি স্বর্ণময়ী রোড, মালপাড়া, রামমোহন রায় রোড, রামেন্দ্র মজুমদার স্ট্রিট, বিটি রোড এবং মন্মথ দত্ত রোডের মধ্যবর্তী রাজা মণীন্দ্র রোড। এছাড়াও বন্ধ থাকবে সাহিত্য পরিষদ স্ট্রিট, প্রয়োজন অনুযায়ী সুকিয়া স্ট্রিট, শ্যামাচরণ দে স্ট্রিট, সিমলা স্ট্রিট, সাউথ শিয়ালদা রোড, যোগী পাড়া লেন, নর্থ শিয়ালদা রোড, হারশি স্ট্রিট, কাশী বোস লেন এবং নয়ন চাঁদ দত্ত স্ট্রিটের মধ্যবর্তী হরি ঘোষ স্ট্রিট, এ.পি.সি. রোড থেকে বিধান সরণি (হাতিবাগান ক্রসিং) পর্যন্ত অরবিন্দ সরণি এবং প্রয়োজন অনুযায়ী নিমতলা ঘাট স্ট্রিট থেকে ডি.সি.ব্যানার্জি স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণি।

কখন বন্ধ থাকবে রাস্তা?

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয়া (২৫ সেপ্টেম্বর): বিকেল ৪ টে থেকে রাত ১২ টা।

  • ২) চতুর্থী (২৬ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ২ টো।
  • ৩) পঞ্চমী (২৭ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ২ টো।
  • ৪) ষষ্ঠী (২৮ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে রাত ৩ টে।
  • ৫) সপ্তমী (২৯ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।
  • ৬) অষ্টমী (৩০ সেপ্টেম্বর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।
  • ৭) নবমী (১ অক্টোবর): দুপুর ৩ টে থেকে ভোর ৪ টে।
সঙ্গে থাকুন ➥