দক্ষিণবঙ্গে দুর্যোগ! বজ্রবিদ্যুৎ সহ বইবে ৩০-৪০ কিমি বেগে হাওয়া, আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো প্রায় চলেই এল, হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই চারিদিকে বেশ একটা পুজো পুজো গন্ধ টের পাওয়া যাচ্ছে। তবে সেই পুজোর আমেজটা নষ্ট করে দিচ্ছে আবহাওয়ার (Weather Update) এই খামখেয়ালিপনা। কখনও ঝেঁপে নামছে বৃষ্টি, কখনও আবার কাঠফাটা গরম। তার উপর আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া তো রয়েছেই। এমতাবস্থায় ঘেমে নেয়ে একেবারে অস্থির সকলে। তারই মাঝে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

এইমুহুর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছেই রয়েছে একটি নিম্নচাপ। এই দুইয়ের জেরেই বঙ্গের আবহাওয়ায় ফের এক বড় বদল আসতে চলেছে। জানা গিয়েছে আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে শুরু করেছে। শুধু তাই নয় সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির দাপট বেশি থাকবে আগামীকাল। অর্থাৎ এককথায় বলা যায় সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কার্যত সক্রিয় হবে বর্ষা। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। প্রায় সব জেলাতেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে পাশাপাশি, কিছু জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: কলকাতাগামী বাসে উদ্ধার টাকার পাহাড়! গোনার জন্য আনতে হল মেশিন, চাঞ্চল্য মেমারিতে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে টানা বৃষ্টি। সেক্ষেত্রে এখনই উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। আগামীকাল অর্থাৎ শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত উত্তরবঙ্গের এই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥