মাসে মিলবে ৪০,০০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Samsung

Published on:

Samsung Internship 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ভালো কোনও ইন্টার্নশিপ ট্রেনিং-এর সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেক্ট্রো-মেকানিক্স তরুণ প্রার্থীদের জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ। সংস্থাটি 2025 সালের জন্য হিউম্যান রিসোর্স ইন্টার্নশিপ (Samsung Internship 2025) প্রোগ্রামের আয়োজন করেছে, যেখানে নিযুক্ত হলেই প্রতি মাসে 40 হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। তবে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, সবটা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

স্যামসাং ইলেক্ট্রো-মেকানিক্স সম্পর্কে তথ্য

বলে রাখি, স্যামসাং ইলেক্ট্রো-মেকানিক্স বিশ্ব বিখ্যাত একটি বহুজাগতিক সংস্থা। এরা অত্যাধুনিক ইলেকট্রিক এবং মেকানিক্যাল কম্পোনেন্ট তৈরি করে। এই সংস্থার মূল কাজ মূলত তিনটি ভাগে বিভক্ত। সেগুলি হল – কম্পোনেন্টস, মডিউল এবং সাবস্ট্রেটস। এদের তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং-এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপে যুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত, 5 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। তৃতীয়ত, 6 মাস সময় দিতে হবে। এছাড়া আবেদনকারীর প্রয়োজনীয় দক্ষতা ও আগ্রহ থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে নিযুক্ত হলে অবশ্যই HR টিমের সঙ্গে কিছু দায়িত্ব সামলাতে হবে। প্রথমত, নতুন প্রার্থীদের যাচাই-বাছাই করতে হবে ও ইন্টারভিউ এর ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, নতুন কর্মীদের জন্য ডকুমেন্টেশন ও ইন্ডাকশন প্রোগ্রাম আয়োজন করতে হবে। তৃতীয়ত, কর্মীদের ফাইল ও ডেটাবেস ম্যানেজমেন্ট করতে হবে। এছাড়া ফিডব্যাক সেশন ও বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে হবে। এমনকি ড্যাশবোর্ড তৈরি ও ডেটা বিশ্লেষণও করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবং 6 মাসের জন্যই হবে। অর্থাৎ 6 মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে 30,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলবে। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা হিসেবে দেওয়া হবে। যেমন ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র পাওয়া যাবে।

আরও পড়ুনঃ টেক অফের পরই চাকা খুলে পড়ল বিমানের, ফুল এমার্জেন্সি জারি মুম্বাই এয়ারপোর্টে

আবেদন পদ্ধতি

যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি “Apply Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করে আবেদন সেরে নিতে হবে।

তবে উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করার শেষ তারিখ 8 অক্টোবর, 2025। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

আবেদন করুন- Apply Now

সঙ্গে থাকুন ➥