প্রসেনজিতের পায়ে ধরলেন পুলিশ আধিকারিক! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Published:

Updated:

Prosenjit Chatterjee viral video
Follow

সহেলি মিত্র, কলকাতা: সামনে রয়েছে দুর্গাপুজো। আর এই দুর্গাপূজোকে সামনে রেখে একদিকে যখন সকলের শপিং, পুজো প্রস্তুতি তুঙ্গে রয়েছে তখন অপরদিকে বেশ কিছু বাংলা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই তালিকায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী (Devi Chowdhurani)।’ সেই সঙ্গে আবার রয়েছে দেবের ‘রঘু ডাকাত’। যাইহোক বর্তমানে এই দুই সিনেমারই প্রচার চলছে ব্যাপকভাবে। কয়েকদিন আগেই রঘু ডাকাত সিনেমার প্রচারের জন্য মালদায় হাজির হয়েছিল সমগ্র টিম। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে। তিনি তার আসন্ন সিনেমা দেবী চৌধুরানীর জন্য সম্প্রতি মালদায় প্রচারের জন্য গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তার সঙ্গে যা ঘটল, তা এখন সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে।

প্রসেনজিতের পায়ে হাত পুলিশ আধিকারিকের!

এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে বাংলা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মালদায় কী এমন ঘটেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর। সামাজিক মাধ্যমে বর্তমানে একটি ভিডিও ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবং তার সঙ্গে রয়েছেন বেশ কিছু পুলিশ আধিকারিক। হঠাৎ মালদা স্টেশনের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর রাজ্য পুলিশের পোশাক পরিহিত এক কর্মী অভিনেতার পায়ে হাত দেন। (এই ভিডিওর সত্য্যতা যাচাই করেনি ইন্ডিয়া হুড)।

ভাইরাল ভিডিও

এদিকে এই ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ভিডিওটিকে ঘিরে তৈরি শুরু হয়েছে তুমুল সমালোচনা। একজন লিখেছেন, ‘চমৎকার খাঁকি ইউনিফর্ম আর মাথায় অশোক স্তম্ভ লাগানো টুপি পরে প্রসেনজিতের পায়ের প্যান্ট ঠিক করছে। নিজের না হোক ইউনিফর্মের সন্মান রাখাটাও কি ভুলে গেছে।’

অপর একজন লিখেছেন, ‘পুলিশ এর পোশাক টার তো ইজ্জত করুন, নাকি, পায়ে পড়ে যাচ্ছে , কি অবস্থা।’ অন্য আরেকজন লিখেছেন, ‘এই খানে যদি কোনো গরিব মানুষ হতো তাহলে কি ওই পুলিশ আধিকারিক ওর পায়ে হাত দিতেন কি।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join