ভারতের উপর শুল্ক চাপানো সহজ কাজ ছিল না! মেনে নিয়েই পুতিনকে সতর্ক করলেন ট্রাম্প

Published on:

Donald Trump On India new statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক দুবারে হয়নি, ভারতকে নিয়ে ফের সুর নরম করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump On India)। মার্কিন শাসক এবার একেবারে নিজের মুখে স্বীকার করে নিলেন, নয়া দিল্লির উপর শুল্ক চাপানোটা একেবারেই সহজ কাজ ছিল না। এর জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে ওয়াশিংটন ডিসিকে। তবে এদিন ভারত প্রসঙ্গে নরম অবস্থান নিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বড় কথা বলে দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানালেন, তিনি রুশ শাসকের উপর থেকে ধৈর্য হারাচ্ছেন।

ভারতের প্রতি ফের নরম হলেন ট্রাম্প

বিগত দিনগুলিতে বারবার নিজের ট্রুথ সোশ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব কাছের বন্ধু বলে অভিহিত করে নতুন নতুন বক্তব্য রেখেছেন আমেরিকার শাসক। সেই পথ ধরেই এবার ফের ভারত প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প। শুক্রবার আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানালেন, ভারতের উপর 50 শতাংশ শুল্ক চাপানোর কাজটা একেবারেই সহজ ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট বললেন, ভারত কিন্তু রাশিয়ার বড় ক্রেতা ছিল। তাই আমি ভারতের উপর 50 শতাংশ শুল্ক আরোপ করেছিলাম। ওরা রাশিয়া থেকে প্রতি মুহূর্তে তেল কিনে গিয়েছে। তবে এই কাজটা একেবারেই সহজ কাজ ছিল না। এদিন ভারতের উপর শুল্ক বসানোর বিষয়টি কঠিন তা মেনে নিলেও ভারতের সঙ্গে বাণিজ্য ধাক্কা খাওয়ায় আমেরিকা যে ক্ষতির মুখে পড়েছে সেটা মেনে নিতে নারাজ ট্রাম্প। যদিও ডোনাল্ডের গলায় শোনা যায়, এটা একটা বড় ব্যাপার। আমাদের সাথে ভারতের সম্পর্কে কিছুটা চিড় ধরেছে।

পুতিনের উপর থেকে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প

রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের পাশাপাশি অন্যান্য দেশগুলিকেও লাল চোখ দেখিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ভারত পুতিনের দেশ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে মদত জুগিয়েছে। যদিও সেই প্রসঙ্গ কিছুটা দূরে রেখে ভারতের সাথে সম্পর্ক আগের অবস্থানে ফিরিয়ে আনতে মরিয়া হলেও ভ্লাদিমির পুতিনকে নিয়ে নতুন কথা বললেন আমেরিকার শাসক। ফক্স নিউজের সাথে কথা বলার সময় ট্রাম্প স্পষ্ট জানান, আমার ধৈর্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। ভ্লাদিমির পুতির সাথে বন্ধুত্ব থাকলেও তাঁকে সতর্ক করে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি যথেষ্ট হতাশ। শুধু তাই নয়, এবার আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।

অবশ্যই পড়ুন: ইলিশ হোক আর বোয়াল, কেজি নয়, বিক্রি হয় থালা হিসেবে! আজব বাজার রয়েছে এই বাংলায়

প্রসঙ্গত, সম্প্রতি চিনে সাংহাই সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলন শেষ করে ড্রাগনের মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত এবং চিনের পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছিলেন, অর্থনৈতিক চাপ বাড়িয়ে এশিয়ার দুই শক্তিকে দমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। যা মেনে নেওয়া যায় না। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, দুই দেশের নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা হচ্ছে। মনে রাখতে হবে, ভারতের জনসংখ্যা কিন্তু 150 কোটি। চিন শক্তিশালী অর্থনীতির দেশ। তাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং আইন রয়েছে। যখন তোমাকে কেউ বলে তোমায় শাস্তি দেবে, তখন ভাবতে হবে এই বড় দেশগুলি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? পুতিনের হুঁশিয়ারির পর অবশ্য ট্রাম্পের এক বক্তব্য ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। তার দাবি ছিল, ভারত এবং রাশিয়াকে আমরা চিনের অন্ধকারে হারিয়ে ফেললাম!

সঙ্গে থাকুন ➥