সহেলি মিত্র, কলকাতা: এবার হামলার মুখে বলিউড অভিনেত্রী দিশা পাটনির (Disha Patani) বাড়ি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তাঁর বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বলিউড অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বেরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে। পুলিশের মতে, অজ্ঞাত হামলাকারীরা তিন-চার রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। গুলি চালানো অজ্ঞাত হামলাকারীদের খোঁজ শুরু করেছে কর্মকর্তারা।
অভিযুক্তদের ধরতে পুলিশ পাঁচটি ভিন্ন দল গঠন করেছে। পুলিশ দিশা পাটানির বাড়ির নিরাপত্তা বাড়িয়েছে। কে এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই, তবে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে গ্যাংস্টার রোহিত গোদারা অভিনেত্রীর বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছে। সে আবার গোল্ডি ব্রার দলের সদস্য। তবে, পোস্টটি নিশ্চিত নয় এবং বরেলি পুলিশ এটি নিয়ে তদন্ত করছে।
অভিনেত্রীর বাড়িতে কেন আক্রমণ করা হয়েছিল?
হিন্দিতে লেখা এই পোস্টে সরাসরি দুজনের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণের নামও রয়েছে। এর সাথে বিনোদন দুনিয়ার জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে। বার্তাটিতে বলা হয়েছে- ‘আমি, বীরেন্দ্র চরণ, মহেন্দ্র শরণ (ডেলানা)। ভাইয়েরা, আজ আমরা খুশবু পাটনি/দিশা পাটনির (বলিউড অভিনেত্রী) বাড়িতে (ভিলা নং ৪০, সিভিল লাইনস, বেরেলি, উত্তরপ্রদেশ) গুলি চালিয়েছি। তারা আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য জি মহারাজ) অপমান করেছে। তারা আমাদের সনাতন ধর্মকে অবমাননা করার চেষ্টা করেছে। আমাদের দেবতাদের অপমান সহ্য করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি তারা বা অন্য কেউ আমাদের ধর্মকে অসম্মান করে, তাহলে তাদের বাড়িতে কেউ বেঁচে থাকবে না।’
অনেকে আবার এই হট্টগোলের কারণ হতে পারে দিশার বোন খুশবু পাটনির একটি পোস্ট, যেখানে তিনি ধর্মীয় গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের লিভ-ইন সম্পর্ক নিয়ে মন্তব্যের জন্য সমালোচনা করেছিলেন। তবে অনেক অনলাইন ব্যবহারকারী ভুল করে তার মন্তব্যকে প্রেমানন্দ জি মহারাজ ভেবেছিলেন, যার ফলে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পরে খুশবু বিষয়টি স্পষ্ট করে বলেন।