বিক্রম ব্যানার্জী, কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহীকে উড়িয়ে এশিয়া কাপের শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছে ভারত। শুক্রবার, পাকিস্তানও ওমানের বিরুদ্ধে সহজ জয় তুলে এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্টে যাত্রা শুরু করল। আগামীকাল দুবাইয়ের ময়দানে একে অপরের মুখ দেখবে এই দুই দল (India Vs Pakistan Asia Cup)। আর তার ঠিক আগেই পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে দিলেন দুই পাক ক্রিকেটার। প্রশ্ন উঠছে, ওমানের মতো দলের বিরুদ্ধে এমন খারাপ অবস্থা হলে ভারতের বিরুদ্ধে কী হবে? এদিকে, এই দুই প্লেয়ারই পাক দলের বড় ম্যাচ উইনার হিসেবে পরিচিত।
রবিবারের ম্যাচের আগেই চিন্তা বাড়ালেন দুই পাক ক্রিকেটার!
শুক্রবার ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 160 রান তোলে পাকিস্তান। এদিন, পাক দলের হয়ে সর্বোচ্চ 66 রানের ইনিংস খেলেছিলেন মহম্মদ হ্যারিস। 7টি চার এবং 3টি হয় সহযোগ এই রান করেছিলেন তিনি। তবে সবচেয়ে অবাক করা বিষয়, পাক দলের অধিনায়ক সলমান আলি আঘা ওমানের মতো দলের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। একই অবস্থা হয়েছিল পাকিস্তানি ওপেনার স্যাম আইয়ুবেরও। দুই প্লেয়ারই শূন্য নিয়েই মাঠ ছাড়েন এদিন। আর এর পর থেকেই প্রশ্ন উঠছে, ওমান দলের বিরুদ্ধে এমন হলে ভারতের ম্যাচে কী হবে পাকিস্তানের?
– Golden duck for Saim Ayub.
– Golden duck for Salman Ali Agha.Tanvir Ahmed: “I think, Saim Ayub will hit Jasprit Bumrah for six sixes in this Asia Cup.
Salman Agha in Press Conference: “You’ve to play good cricket on that particular day”#PAKvOMAN#PAKvsOMAN#AsiaCup2025 pic.twitter.com/ptjM9o3w6n
— Saabir Zafar (@Saabir_Saabu01) September 12, 2025
ওমানের বিরুদ্ধে বোলিং দিয়েই জিতেছে পাকিস্তান
প্রতিপক্ষ ওমানের বিরুদ্ধে ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে না পারলেও শুক্রবারের ম্যাচে বোলিং দাপট দেখিয়েছিল পাকিস্তান। এদিন শূন্য নিয়ে ফিরে যাওয়া ওপেনার স্যাম 2 ওভারে 8 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পেয়েছিলেন ফাহিম আশরাফ এবং সুফিয়ান মুকিমও। এছাড়াও পাক দলের হয়ে গতকাল একটি করে উইকেট ভেঙেছেন শাহিন আফ্রিদি, আবরার আহমেদ এবং মহম্মদ নওয়াজ।
অবশ্যই পড়ুন: ভারতের উপর শুল্ক চাপানো সহজ কাজ ছিল না! মেনে নিয়েই পুতিনকে সতর্ক করলেন ট্রাম্প
উল্লেখ্য, রবিবার এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক এমনটা চাইছেন না দেশবাসী। ক্রিকেট ভক্তদের বেশিরভাগেরই দাবি, আর যাই হোক সন্ত্রাস এবং ক্রিকেট একসাথে চলতে পারে না। জানা গিয়েছে, ভারত-পাক ম্যাচ আটকাতে সুপ্রিম কোর্টে জনস্বার্থে মামলাও দায়ের করেছিলেন ঊর্বশী জৈন নামক এক আইনের পড়ুয়া ও তাঁর সতীর্থরা। তাঁদের অনুরোধ ছিল, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ স্থগিত করা হোক। যদিও শোনা যায়, মামলাকারীদের আবেদন শুনতেই চাননি সুপ্রিম বিচারপতিরা। বদলে শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়, এটা শুধু একটা ক্রিকেট ম্যাচ। হতে দিন!