‘BCCI যা বলবে তাই করব!’ আদৌ হবে ভারত-পাক ম্যাচ? যা জানালেন টিম ইন্ডিয়ার কোচ

Published on:

Team India Batting Coach Statement On India Vs Pakistan Asia Cup 2025 Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবির সন্ধ্যায় গড়াবে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ (India Vs Pakistan)। যদিও এশিয়া কাপে এই ম্যাচের বিরোধিতা করছেন ক্রিকেট মহলের একটা বড় অংশ। পহেলগাঁও জঙ্গি হামলাকে সামনে রেখে ভারত-পাক ম্যাচ আটকাতে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি! ক্রমশ এগিয়ে আসছে ম্যাচের সময়.. ঠিক সেই আবহে এবার এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্ধীর ম্যাচ নিয়ে নীরবতা ভাঙলেন টিম ইন্ডিয়ার কোচ। বললেন, BCCI যা বলবে আমরা তাই করব।

ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ESPN Cricinfo-র রিপোর্ট অনুযায়ী, টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবার ভারত-পাক ম্যাচ নিয়ে বড় কথা বলেছেন। শুভমন গিলদের কোচ স্পষ্ট জানালেন, টিম ইন্ডিয়ার মনোযোগ এখন পাকিস্তানের বিরুদ্ধে ভাল পারফর্ম করার উপর। এছাড়া অন্য কোনও বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না ভারতীয় দল।

তাহলে কি রবিবার শেষমেষ গড়াচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ? উত্তরে সীতাংশু বলে দিলেন, BCCI যা বলবে আমরা তাই করব। পাকিস্তানের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত সরকার এবং বোর্ড নিয়েছে। আমরা এখানে কেবল খেলার জন্য এসেছি। ভারতীয় দলের ব্যাটিং কোচের দাবি, ভারত এবং পাকিস্তানের মধ্যে সব সময়ই কঠিন প্রতিযোগিতা থাকে। তাই আমরা এ বিষয়ে মনোযোগ দিতে চাইছি।

অবশ্যই পড়ুন: রবিবার হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ, তার আগেই চিন্তা বাড়ালেন দুই পাকিস্তানি তারকা!

ভারত-পাকিস্তান ম্যাচে সবুজ সংকেত দিয়ে সমালোচনার মুখে BCCI

গত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের মঞ্চে গ্রুপ পর্বের পাশাপাশি নকআউট পর্বেও পাকিস্তানের ম্যাচ বয়কট করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটাররা। মূলত পহেলগাঁও জঙ্গি হামলায় নিরীহদের মৃত্যর স্মৃতিকে সামনে রেখে যুবরাজ সিং, শিখর ধাওয়ানদের বক্তব্য ছিল, সন্ত্রাসের সাথে সাথে ক্রিকেট চলতে পারে না… আমরা পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় কিংবদন্তিদের এমন সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছিলেন দেশবাসী। মনে করা হয়েছিল হয়তো এশিয়া কাপেও পাকিস্তানকে বয়কট করবে ভারত। কিন্তু তেমনটা হচ্ছে কই?

আসলে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গত ঢাকা ভিত্তিক বৈঠকে ভার্চুয়ালি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রাজীব শুক্লা অংশ নেওয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই সম্ভাবনায় সিলমোহর দিয়ে দেয় BCCI। ক্রীড়া মন্ত্রকের তরফেও এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ভারতের ছেলেদের ছাড়পত্র দেওয়া হয়। আর এরপর থেকেই নানা মহলে তুমুল সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড সহ কেন্দ্রের সিদ্ধান্ত। সমাজ মাধ্যমের পাতায় ক্রিকেটপ্রেমীদের বক্তব্য, মানুষের জীবনের থেকে বড় কিছুই নয়। পহেলগাঁও জঙ্গি হামলায় এত মৃত্যু সত্ত্বেও কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিল বোর্ড? প্রশ্ন তুলছেন, বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও।

সঙ্গে থাকুন ➥