বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুজন এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী। জয় দিয়েই এশিয়া কাপে যাত্রা শুরু করেছে দুজনেই। রবিবার, পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবার একে অপরের মুখ দেখবে ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ক্রিকেট দল। সেই অপেক্ষাতেই সময় গুনছেন ক্রিকেটপ্রেমীরা। তবে রবির সন্ধ্যায় ভারত-পাক হাই ভোল্টেজ ম্যাচে নজরে থাকবেন দু দলের দুই বাঘা ক্রিকেটার।
আসলে, গত বছরের ইমার্জিং টিম এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান এ দলের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই কার্যত তর্কে জড়িয়ে পড়েন ভারতের অভিষেক শর্মা এবং পাকিস্তানের বাঁ হাতি বোলার সুফিয়ান মুকিম। মনে করা হচ্ছে, এশিয়া কাপের বহু প্রতীক্ষিত ম্যাচে একে অপরের বিরুদ্ধে বদলা নিতে জ্বলে উঠবেন দুই তারকাই।
ঠিক কী ঘটেছিল গত বছর?
গত বছর অর্থাৎ 2024 ইমার্জিং টিম এশিয়া কাপে, ভারত বনাম পাকিস্তান গ্রুপ বি তে ছিল। ফলে সে বছর 19 অক্টোবর আল এমিরেটস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচের টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন অভিষেক শর্মা। এদিন প্রভসিমরন সিংয়ের সাথে জুটি বেঁধে 6 ওভার দলের স্কোর 68 রানে পৌঁছে দেন তিনি। তবে, ম্যাচ সপ্তম ওভারে গড়াতেই পাকিস্তানি বোলার সুফিয়ান মুকিমের বলে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন অভিষেক। এদিকে সাফল্য পেয়ে, একেবারে ভিন্ন ভঙ্গিতে ইশারা করে অভিষেককে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন পাক বোলার। আর তাতেই ক্ষেপে যান শর্মা।
সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল সেই দৃশ্য। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, অভিষেক শর্মাকে আউট করতেই আঙুল উঁচিয়ে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন পাক বোলার। এদিকে মুকিমের এমন আচরণে একেবারে রেগে অগ্নি শর্মা হয়ে ওঠেন অভিষেকও! ভিডিওটিতে তাঁকে মুখে অস্পষ্ট ভাবে কিছু উচ্চারণ করতে দেখা গিয়েছিল.. মনে করা হচ্ছে, আগামীকাল সেই অপমানেরই বদলা নেবেন ভারতের অভিষেক!
WATCH:
SUFIYAN MUQEEM ASKED ABHISHEK SHARMA TO LEAVE THE GROUND#INDvPAK #EmergingAsiaCup2024 pic.twitter.com/RJHOLCULYc— champion Trophy 2025 (@ccricket713) October 19, 2024
অবশ্যই পড়ুন: ‘BCCI যা বলবে তাই করব!’ আদৌ হবে ভারত-পাক ম্যাচ? যা জানালেন টিম ইন্ডিয়ার কোচ
প্রসঙ্গত, গতবছর পাকিস্তানের বিরুদ্ধে ইমার্জিং এশিয়া কাপের সেই ম্যাচে জয় হয়েছিল ভারতের। এদিন নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 183 রান করে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 176 রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। ফলে 7 রানে হলেও ম্যাচ জেতে ভারত।