জাতিসংঘে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পক্ষে ভোট ভারতের

Published on:

India Voted Palestine statehood at UN

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, জাতিসংঘের সাধারণ পরিষদে নিউইয়র্ক ঘোষণা নামক একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়। ফ্রান্সের তরফে পেশ করা ওই প্রস্তাবটিতে 142টি দেশ দুহাত তুলে সমর্থন জানিয়েছিল। ভারতও এই দেশগুলির মধ্যে একটি (India Voted Palestine)।

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, গতকাল অন্যান্য দেশের পাশাপাশি ভারতও প্যালেস্টাইনের প্রশ্নের শান্তিপূর্ণ সমাধানের জন্য নিউ ইয়র্ক ঘোষণাকে সমর্থন করে। মূলত ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান প্রচার এবং দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্যই সমর্থন জানায় ভারত। সেই সাথে, জাতিসংঘে প্ল্যালেস্টেইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পক্ষেও ভোট দেয় নয়া দিল্লি।

নিউইয়র্ক ঘোষণা নামক প্রস্তাবে কী বলা হয়েছে?

রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সের তরফে পেশ করা প্রস্তাবে ইজরায়েল এবং প্যালেস্টাইনকে বাস্তবসম্মত, সময়বদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপের মাধ্যমে দ্বি রাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা বাহুল্য, ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে উত্থাপিত 7 পৃষ্ঠার নথিতে গাজা যুদ্ধের অবসান, ইজরায়েল ও প্যালেস্টাইনের সংঘাত নিয়ে, শান্তিপূর্ণ এবং চিরস্থায়ী সমাধানে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

শুধু তাই নয়, ওই প্রস্তাবে হামাসের প্রত্যেক জিম্মিকে মুক্ত করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। পাশাপাশি, সর্বভৌম ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গাজায় শাসন বন্ধ করে প্যালেস্টাইন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে ওই নথিতে। এদিকে, দ্বি রাষ্ট্র সমাধানের জন্য কার্যকর পরিকল্পনা তৈরির লক্ষ্যে সৌদি আরব এবং ফ্রান্সের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অবশ্যই পড়ুন: মাঝনদীতে ডুবল যাত্রীবোঝাই নৌকা, মৃত্যু ৮৬ জনের! বেশিরভাগই পড়ুয়া

প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও একাধিক দেশ

ভারত সহ একাধিক দেশের সমর্থনের পর অবশেষে সব পক্ষের তরফে রাষ্ট্রের স্বীকৃতি পেতে চলেছে প্যালেস্টাইন। রিপোর্ট অনুযায়ী, ভোটের পর আগামী 22 সেপ্টেম্বর নিউইয়র্কে রিয়াদ ও প্যারিসের যৌথ সভাপতিত্বে জাতিসংঘের এক শীর্ষ সম্মেলন আয়োজিত হবে। সেখানেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ পাশাপাশি অন্যান্য রাষ্ট্র নেতারা প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন।

বলে রাখ ভাল, জাতিসংঘে ভারত সহ 146 সদস্য রাষ্ট্রের তরফ প্ল্যালেস্টেইন রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার পর চলতি মাসের শেষের দিকে ফ্রান্স, নরওয়ে, স্পেন, ব্রিটেন সহ আয়ারল্যান্ড মিলিয়ে আরও প্রায় দশটি দেশ প্যালেস্টাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলেই খবর। যদিও, 12টি সদস্য দেশ প্যালেস্টাইনের পক্ষে ভোটদান থেকে বিরত ছিল।

সঙ্গে থাকুন ➥