‘যেকোনও দলকে হারাতে পারি!’ ওমানের ম্যাচে শূন্যতে ফিরেও হুঁশিয়ারি সলমান আঘার

Published on:

Salman Ali Agha Warning To India before Sunday Asia Cup match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেও মুখে বুলি ফুটেছিল। এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে সেই আওয়াজ আরও বাড়ল পাক অধিনায়ক সলমান আলি আঘার। আদতে, শুক্রবারের ম্যাচে ব্যাট হাতে তাঁর অবদান শূন্য। তাও রবিবার মাঠে নামার আগেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানি অধিনায়ক (Salman Ali Agha Warning To India)! কার্যত সূর্যদের উদ্দেশ্যে বললেন, যে কোনও দলকে হারাতে পারি আমরা।

শূন্যতে আউট হয়েও ভারতকে ভয় দেখাচ্ছেন পাক অধিনায়ক?

গতকাল ওয়ানের বিরুদ্ধে দল জিতলেও ব্যাট হাতে তিনি ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছিলেন। এদিন, প্রতিপক্ষের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন পাকিস্তান দলের সেনাপতি। কিন্তু তাতেও অহংকার কমেনি! ওমানের বিরুদ্ধে জয়ের পরই একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আঘা। এবার তা থেকেই পাকিস্তানি অধিনায়ক বলে বসলেন বড় কথা।

NDTV-র প্রতিবেদন অনুযায়ী, ওমানকে পরাস্ত করেই পাক অধিনায়ক বলেছেন, গত দু-তিন মাস ধরে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলছি।। আমি কথাটা বারবার বলছি। ত্রিদেশীয় সিরিজে জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচেও জয় তুলেছি আমরা। আগামীতেও এমন ভাল ক্রিকেট খেলতে চাই। এরপরই আঘা বলে দেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে যে কোনও দলকে হারাতে পারি আমরা।

বলা চলে, রবিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পাকিস্তানের অধিনায়ক সলমান বোঝাতে চেয়েছেন, ভারত হোক কিংবা অন্য কোনও দল, এবার থেকে তারা জিতেই মাঠ ছাড়বে! তবে দেখার, পূর্ববর্তী আত্মবিশ্বাস সূর্য কুমারদের বিরুদ্ধে নামার পর কোথায় যায়? কেননা, পরিসংখ্যান দেখলে ভারতের বিরুদ্ধে জয়ের থেকে লজ্জাজনক পরাজয়ই বেশি পাকিস্তান দলের।

অবশ্যই পড়ুন: মাঝনদীতে ডুবল যাত্রীবোঝাই নৌকা, মৃত্যু ৮৬ জনের! বেশিরভাগই পড়ুয়া

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে 27 বলের ম্যাচে জয় তুলেছে ভারত। অন্যদিকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানকে 93 রানে হারিয়েছে পাকিস্তান। এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের পর এবার একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে এ মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শেষবারের মতো গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলের বিরুদ্ধে 20 ওভারের ফরম্যাটে নেমেছিল ভারত।

সঙ্গে থাকুন ➥