ফের তালিবানের হামলায় রক্তাক্ত পাকিস্তানের মাটি! নিহত কমপক্ষে ১২ জাওয়ান

Published on:

Taliban Attack On Pakistan Army 12 killed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রক্তাক্ত পাকিস্তান। আবারও তালিবানের হামলায় কুপোকাত পাক সেনা। শনিবার ভোর 4টে নাগাদ ফকির সরাই এলাকায় পাক সেনার কনভয় লক্ষ্য করে গুলি চালায় তালিবানের দুষ্কৃতীরা (Taliban Attack On Pakistan Army)। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জন জাওয়ানের। ইতিমধ্যেই গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান।

ঠিক কী ঘটেছিল?

সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার ভোর 4টের দিকে ফকির সরাই এলাকা দিয়ে যাচ্ছিল পাকিস্তান সেনার কনভয়। ঠিক সেই সময়ে জাওয়ানদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। আর তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় 12 জন পাক সেনা সদস্যের। তবে, গোটা ঘটনায় কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।

গ্রেফতার হয়নি কেউই

একাধিক বিশ্বস্ত সূত্র মারফত খবর, সেনার কনভয়ে হামলা চালানোর ঘটনা জানতে পেরেই তড়িঘড়ি ফকির সরাই এলাকায় পৌঁছয় আরও একদল সেনা এবং পুলিশ। তবে জানা গিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত গোটা ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই খবর।

অবশ্যই পড়ুন: যেকোনও দলকে হারাতে পারি!’ ওমানের ম্যাচে শূন্যতে ফিরেও হুঁশিয়ারি সলমান আঘার

পাকিস্তানে তালিবানদের হামলা এটাই প্রথম নয়

তালিবানদের হামলায় বহুবার রক্তাক্ত হয়েছে পাকিস্তানের মাটি। এর আগে গত জুন মাসে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়ারিজিস্তান জেলায় একটি ভয়াবহ জঙ্গি হামলা হয়। যার কবলে পড়ে সেবার অন্তত 16 জন পাক সেনার মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকেই। এবার তারই পুনরাবৃত্তি ঘটালো তেহরিক ই তালিবান পাকিস্তান।

বলা বাহুল্য, আফগানিস্তানের মদতপুষ্ট এই জঙ্গিগোষ্ঠীর হামলায় বারবার ধাক্কা খেয়েছে পাক সরকার। পাকিস্তানের বালুচিস্তান থেকে শুরু করে, করাচি সহ বিভিন্ন এলাকায় বহুবার অতর্কিতে পাক চেনার উপর হামলা চালিয়েছে এরা। মূলত, বালুচিস্তানের চিন পাকিস্তান ইকনোমিকাল করিডোর ও আফগান সীমান্ত এই TTP জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। রিপোর্ট অনুযায়ী, বিগত দিনগুলিতে এই তালিবান গোষ্ঠীর হামলায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে পাকিস্তানের! সূত্রের খবর, ভবিষ্যতে পাকিস্তানের বুকে বড়সড় জঙ্গি হামলার ছক কষছে এরাই।

সঙ্গে থাকুন ➥