পুজোর আগেই খুলবে ভাগ্য, লটারিতে মালামাল হবেন এই ৭ রাশির ব্যক্তিরা!

Published on:

7 Zodiac Signs To Win Lottery In 3rd Week Of September Lottery Prediction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর ঠিক 2 সপ্তাহ। চলতি মাসের শেষেই ঘরে আসছেন মা। সেই উপলক্ষ্যেই জোরকদমে পুজোর কেনাকাটায় ব্যস্ত আপামর বাঙালি। কেউ কেউ বসে আছেন অফিস থেকে ছুটি পেলেই পরিবারকে নিয়ে পুজোর শপিং করাতে যাবেন। এমতাবস্থায় যদি হাতে কোটি খানেক টাকা চলে আসে তাহলে মন্দ হয় কি? আকস্মিক এই অর্থ প্রাপ্তি একমাত্র সম্ভব লটারি কেটেই!

জ্যোতিষ শাস্ত্র বলছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 14 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ পুজোর ঠিক আগে লটারির টিকিট কেটে ভাগ্য ফিরতে পারে বেশ কিছু রাশির (Lottery Prediction)। তবে কিছু কিছু রাশির ভাগ্য মধ্যম প্রকৃতি হলেও কয়েকটা রাশির ভাগ্যে চরম দুর্ভোগ অপেক্ষা করছে! কার ভাগ্যে কী, জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে ফেলুন।

লটারি থেকে ভাগ্য ফিরবে এই রাশির ব্যক্তিদের

মেষ রাশি

চলতি মাসের তৃতীয় সপ্তাহে লটারি থেকে ভাগ্য ফিরবে মেষ রাশির জাতক জাতিকাদের। আসলে পুজোর আগের সময়টা এই রাশির জন্য বেশ শুভকর হতে চলেছে। তাই লটারি থেকে কোটি টাকা ঘরে আনার সুযোগ হাতছাড়া করবেন না।

বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের জন্য সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যভাগটা বেশ শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কেটে কোটি টাকা ঘরে তুলতে পারেন আপনি। তবে সপ্তাহের শেষ ভাগে ভুলেও লটারিতে অর্থ খরচ করবেন না।

মিথুন রাশি

চলতি মাসের তৃতীয় সপ্তাহের গোটা সময়টাই মিথুন রাশির জন্য শুভ হবে। এই সময়ে অল্প টাকার লটারিতে ভাগ্য খুলতে পারে এই রাশির ব্যক্তিদের।

সিংহ রাশি

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে লটারি থেকে ভাগ্য ফিরবে সিংহ রাশির ব্যক্তিদের। তাই পুজোর আগে কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।

কন্যা রাশি

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কন্যা রাশির ভাগ্যে অর্থপ্রাপ্তি রয়েছে। কাজেই, লটারি কেটে কোটি টাকা ঘরে তোলার জন্য আর দ্বিতীয় চিন্তা কেন? সময় থাকতে থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন!

তুলা রাশি

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তুলা রাশির ভাগ্য ফিরবে। লটারি থেকে লাখ টাকা হলেও জিততে পারবেন এই রাশির ব্যক্তিরা। তবে নম্বর চয়নের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন।

বৃশ্চিক রাশি

পুজোর আগে অর্থাৎ চলতি মাসের তৃতীয় সপ্তাহে বৃশ্চিক রাশির ভাগ্য বেশ ভাল। অন্যান্য সময়ে দিন খারাপ গেলেও এই সপ্তাহে লটারি থেকে কিছু না কিছু ঘরে তুলতে পারবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা।

ভুলেও লটারি কাটতে যাবেন না এই রাশির ব্যক্তিরা

কর্কট রাশি

চলতি মাসের তৃতীয় সপ্তাহ কর্কট রাশির ব্যক্তিদের জন্য খুব একটা আহামরি নয়। তাই ভেবেচিন্তে লটারির দিকে এগোনই ভাল। এই সময়ে কর্কট রাশির ভাগ্য মধ্যম প্রকৃতির হবে।

ধনু রাশি

পুজোর আগে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকাদের লটারি থেকে দূরে থাকাই ভাল। এই সময়ে অর্থহানীর প্রবল সম্ভাবনা রয়েছে ধনুর ব্যক্তিদের।

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ অত্যন্ত মধ্যম প্রকৃতির হবে। তাই খুব ইচ্ছে হলে তবেই দু-একটা লটারি কাটা যেতে পারে। অন্যথায় লটারিতে অর্থ বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ভাগ্যেও চলতি মাসের তৃতীয় সপ্তাহে খুব একটা অর্থ প্রাপ্তি নেই। তাই লটারিটা এড়িয়ে যাওয়াই ভাল হবে। তবে অন্য সময়ে রাশিফল দেখে লটারি কাটতে পারেন।

অবশ্যই পড়ুন: ফের তালিবানের হামলায় রক্তাক্ত পাকিস্তানের মাটি! নিহত কমপক্ষে ১২ জাওয়ান

মীন রাশি

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি নেই। উল্টে, আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা বেশি। তাই লটারি থেকে দূরে থাকুন।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য এবং জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা কিংবা অর্থলগ্নী সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
সঙ্গে থাকুন ➥