ভারত না পাকিস্তান, এশিয়া কাপে কার ক্ষমতা বেশি? কে পেয়েছে বেশি ট্রফি? জানুন

Published on:

India Vs Pakistan Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই একটা আলাদা উন্মাদনা। সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও টুর্নামেন্ট হোক কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এশিয়া কাপ (Asia Cup 2025)। সবেতেই দুই চিরপ্রতিদ্বন্ধীর মহারণ নিয়ে টানটান উত্তেজনা রয়েছে। আগামীকাল, রবিবারের ম্যাচ নিয়েও উত্তেজনা বাড়ছে বই কমেনি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 8টায় মুখোমুখি হবে সূর্য কুমার যাদব এবং সলমান আলি আঘার দল। আর তার আগেই, এশিয়া কাপে ভারত না পাকিস্তান কে এগিয়ে, মুখোমুখি সংঘর্ষে কার দাপট সবচেয়ে বেশি, কোন দল সবচেয়ে বেশি এশিয়া কাপ জিতেছে এমন একাধিক প্রশ্ন উঠে আসছে।

ভারত না পাকিস্তান, সবচেয়ে বেশি এশিয়া কাপ কার দখলে?

1984 সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হাত ধরে শুরু হয় এশিয়া কাপের যাত্রা। সেই সময় থেকে মোট 16টি আসরের মধ্যে 15টিতে অংশ নিয়েছে ভারত। বলে রাখি, এশিয়ার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টটিতে সবচেয়ে বেশি কাপ জেতার রেকর্ড রয়েছে ভারতের ঝুলিতেই। হ্যাঁ, এখনও পর্যন্ত মোট 8 বার (1984, 1988, 1990/91, 1995, 2010, 2016, 2018 এবং 2023) এশিয়া কাপ কাঁধে তুলেছে ভারত। শ্রীলঙ্কার ঝুলিতে গিয়েছে 6টি এশিয়া কাপ। অন্যদিকে পাকিস্তান জিতেছে শুধুমাত্র 2000 ও 2012 সালের এশিয়া কাপ।

অবশ্যই পড়ুন: দেশেই তৈরি হবে ১১৪টি রাফাল যুদ্ধবিমান, ২ লক্ষ কোটি খরচ করে ইতিহাস তৈরির পথে ভারত!

এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের হেড টু হেড পরিসংখ্যান

এশিয়া কাপের মঞ্চে আজ পর্যন্ত মোট 18 বার সম্মুখ সমরে উপস্থিত হয়েছে ভারত এবং পাকিস্তান। স্বাভাবিকভাবেই, সেই যাত্রায় পাকিস্তানকে উড়িয়ে 10 বারই জয় তুলেছে ভারত। অন্যদিকে পাকিস্তান জিততে পেরেছে মাত্র 6 বার। বাকি দুটি ম্যাচের ফল ঘোষণা করা হয়নি। কাজেই বোঝাই যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টের পাশাপাশি এশিয়া কাপের মঞ্চেও ভারতের থেকে কতটা পিছিয়ে পশ্চিমের দেশ।

বিস্তারিতভাবে বলতে গেলে, এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে মোট তিনবার দেখা হয়েছে দুই দলের। যার মধ্যে দুবার জিতেছে ভারত এবং একবার জয় পেয়েছে পাকিস্তান। অন্যদিকে যদি ওয়ানডে সংস্করণের প্রসঙ্গে আসা যায় সেক্ষেত্রে মোট 15টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে 8টি ম্যাচ ভারত এবং 3টি ম্যাচ পাকিস্তান জিতেছে। এক কথায় বলা যায়, এশিয়া কাপে ভারতের দাপট অপ্রতিহত। তবে সবচেয়ে অবাক করা বিষয়, আজ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়নি এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্ধী।

সঙ্গে থাকুন ➥