মাধ্যমিক পাসে সরকারি চাকরি! গ্রুপ বি, গ্রুপ সি-তে প্রায় ২০০০ শূন্যপদে নিয়োগ

Published on:

DDA Recruitment 2025

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। সম্প্রতি দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটির তরফ থেকে 1732 শূন্যপদে নিয়োগের (DDA Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পদ রয়েছে। এমনকি এই পদে চাকরি পেলে শুরুতেই মোটা অংকের বেতন দেওয়া হবে। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হল।

পদ এবং শূন্যপদের বিবরণ

দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট 1732 শূন্যপদ রয়েছে। তবে হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন রকম পদ রয়েছে। যেমন—

  • মাল্টি টাস্কিং স্টাফ 
  • গার্ডেনার 
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
  • জুনিয়র ইঞ্জিনিয়ার
  • অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
  • স্টেনোগ্রাফার
  • অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
  • ডেপুটি ডিরেক্টর / অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
  • পাটওয়ারি

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। তবে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা দরকার হতে পারে। যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। স্টেনোগ্রাফার পদে আবেদন করার জন্য স্নাতক পাস হতে হবে। এমনকি এমটিএস বা গার্ডেনার পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে।

বয়স সীমা কত দরকার?

এই পদে আবেদন করতে হলে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণিদের বয়সের ছাড় দেওয়া হবে। 

বেতন কাঠামো

বেতন কাঠামো সংক্রান্ত কোনও নির্দিষ্ট তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। তবে চাইলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের টাইপিং টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া

ঘরে বসে অনলাইনের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন— 

  • প্রথমে https://dda.gov.in/ ওয়েবসাইটে যান।
  • এরপর হোমপেজে গিয়ে ‘Jobs/Recruitment’ অপশনটিতে ক্লিক করুন।
  • নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করে নিন।
  • এরপর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিন।
  • এরপর আবেদন ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর আবেদন ফি জমা দিন।
  • সবশেষে সাবমিট করে দিন।

উল্লেখ্য, এখানে সাধারণ / OBC প্রার্থীদের 500 টাকা আবেদন ফি চাওয়া হয়েছে এবং SC / ST / PwBD / মহিলা প্রার্থীদের কোনওরকম ফি লাগবে না।

আরও পড়ুনঃ এক ক্লিকেই বানান ট্রেন্ডিং Gemini ইমেজ, রইল প্রম্পট ও প্রসেস

গুরুত্বপূর্ণ তারিখ

আগামী 6 অক্টোবর থেকে এখানে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 5 নভেম্বর পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

DDA Official Notification: Download Now

সঙ্গে থাকুন ➥