প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর ঘণ্টা বেজে গেলেও এখনও কাটেনি আবহাওয়ার খামখেয়ালিপনা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দুই প্রান্তেই রোদ-বৃষ্টির (Weather Update) খেলা চলছেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে একই জায়গায় অবস্থান করছে। সেটি সরাসরি বাংলায় প্রভাব না ফেললেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তাতেই গরম ও অস্বস্তি চরমে।
বর্তমানে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা আগামী দু’দিনে তা দক্ষিণ ওড়িশার উপর দিয়ে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে সরবে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা অমৃতসর, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে গিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। যদিও এই নতুন নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। তবে পশ্চিমবঙ্গের ওপর এখনো সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। তবে শুধু বৃষ্টি নয় ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। জানা গিয়েছে ঘণ্টায় নাকি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন: টেক্কা দেবেন অভিনেতাদেরও! নিজের নিউ লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিষেক
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশ ভালোই লক্ষ করা যাবে। আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। তাই ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। তাই ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে চলেছে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।