পুজোর পরেই ফলপ্রকাশ SSC-র! ইন্টারভিউ প্যানেল শুরু হবে কবে থেকে? জানালেন ব্রাত্য

Published on:

Bratya Basu

প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার এসএসসির দু’টি পরীক্ষা শেষ হল। সম্পূর্ণ আইন নিয়ম মেনে নির্বিঘ্নেই সুসম্পন্ন হল এই দুই পরীক্ষা। পরীক্ষাশেষের পরে বিকাশ ভবনে আলাদা করে সেই রিপোর্ট জমা দেন এসএসসি চেয়ারম্যান। গতকাল ছিল এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষাশেষে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র নিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। অনেকেই জানিয়েছে নবম-দশম শ্রেণির পরীক্ষা, একাদশ দ্বাদশের তুলনায় অনেকটাই সহজ হয়েছিল। এমতাবস্থায় পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা ব্রাত্য বসুর (Bratya Basu)।

বড় আপডেট শিক্ষামন্ত্রীর?

গতকাল অর্থাৎ রবিবার, এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে, “সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।” এছাড়াও তাঁর আরও সংযোজন, “কয়েক দিনের মধ্যে প্রশ্ন এবং উত্তরপত্র প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া হবে। এর জন্য তাঁদের পাঁচ দিন সময় দেওয়া হবে। তার পরে কারা ইন্টারভিউ দেবেন, সেটাও প্রকাশ করা হবে ওয়েবসাইটে। জানা গিয়েছে, এসএসসির শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। তার মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। আর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন বসেছিলেন।

ফলাফল নিয়ে কী বললেন কমিশনের চেয়ারম্যান?

এসএসসির দ্বিতীয়বার নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র আপলোড করা হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র প্রকাশ হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর। চলতি বছর পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। SSC সূত্রে জানানো হয়েছে, এই প্রথম ওএমআর-এর প্রতিলিপি আবেদনকারীকে দেওয়া হয়েছে। এছাড়াও এই প্যানেল মেয়াদ শেষ হওয়ার পর ২ বছর সংগ্রহ থাকবে পরীক্ষার্থীদের নম্বর বিভাজনসহ SSC ইন্টারভিউয়ের তালিকা। পাশপাশি আগামী ১০ বছর ওএমআর সংগ্রহ থাকবে।

আরও পড়ুন: নতুন GST হারের জের, ২২ সেপ্টেম্বর থেকে কমছে ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের দাম

বিজেপিকে কটাক্ষ ব্রাত্যের

গতকাল অর্থাৎ রবিবারের একাদশ এবং দ্বাদশের পরীক্ষাতেও বাইরের রাজ্য থেকে একাধিক প্রার্থীরা এসেছেন। আর সেক্ষেত্রে বেকারত্ব নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কটাক্ষ পশ্চিমবঙ্গের বাইরে থেকে ৩১ হাজার প্রার্থী এসেছিলেন পরীক্ষা দিতে। বিহার এবং উত্তরপ্রদেশ থেকে সব চেয়ে বেশি প্রার্থী পরীক্ষা দিতে এসেছেন। কারণ, এই রাজ্যগুলিতে কোনও চাকরি নেই। বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। তাই তাঁরা বাংলায় এসে পরীক্ষা দিচ্ছেন। কোথায় গেল এখন সেই ডবল ইঞ্জিন সরকারের মতবাদ?” যদিও এই নিয়ে পাল্টা কোন প্রতিক্রিয়া দেখায়নি বিজেপি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥