ফোন ধরেননি ভিন দেশে থাকা স্বামী, অভিমানে আত্মঘাতী স্ত্রী! চাঞ্চল্য নসরতপুরে

Published on:

Updated on:

Suicide

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ অর্থাৎ শনিবার দুপুরবেলা এক মর্মান্তিক ঘটনা ঘটে গেলে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ধোবা গ্রামে, যা নিয়ে শোকস্তব্ধ গোটা গ্রাম। সূত্রের খবর, মাত্র ২২ বছরের এক অপর্ণা বিশ্বাস নামের মহিলা গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। স্বামী ফোন কল না ধরাতেই তিনি নাকি এই চরম সিদ্ধান্তের পথে হেঁটেছেন বলে স্থানীয় সূত্র দাবি করছে।

কী ঘটেছিল?

জানা গিয়েছে, আজ দুপুর দু’টো নাগাদ অপর্ণা বেশ কয়েকবার তাঁর স্বামী দীপঙ্কর বিশ্বাসকে ফোন করার চেষ্টা করেছিলেন।পেশায় ট্র্যাক ড্রাইভার দীপঙ্কর কর্মসূত্রে ভিন দেশে থাকেন। স্বামীর সঙ্গে নিয়মিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ থাকত অপর্নাদেবীর। তবে হঠাৎ করে এদিন দীপঙ্কর ফোন ধরেননি। এর ফলেই হতাশায় ভেঙে পড়েন অপর্ণা। কিছুক্ষণ পর ঘরে ঢুকেই গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

জানা গিয়েছে, আড়াই বছর আগে ধোবা গ্রামের মেয়ে অপর্ণা সঙ্গে দীপঙ্করবাবুর বিয়ে হয়েছিল। পরিবার দাবি করছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। কাজের সূত্রে স্বামী দূরে থাকলেও নিয়মিত তাদের কথা হত। এমনকি সেরকম কোনো ঝুট-ঝামেলাও হত না। তাই হঠাৎ করে অপর্ণার এরকম সিদ্ধান্তে হতবাক সবাই।

আরও পড়ুনঃ ফের আরজি করের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু! প্রেমিকের বিরুদ্ধেই আঙুল তুললেন মৃতার মা

পুলিশের তদন্ত শুরু

খবর পাওয়া মাত্রই নাদনঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ঝুলন্ত দেহ নামিয়ে ময়নাতদন্ত পাঠানো হয়েছে। এমনকি তদন্ত শুরু হয়েছে যে, পিছনে কোনও রহস্য রয়েছে কিনা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও সমস্ত দিকটা এখন খতিয়ে দেখছে পুলিশ। এমনকি গ্রামবাসীরাও তদন্তের দাবি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

সঙ্গে থাকুন ➥