সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আগে ফের দুয়ারে নিম্নচাপ। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্তিশগড়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। যদিও একেবার যে বাংলা বৃষ্টি পাবে না তাও নয়। জেলায় জেলায় কখনও হালকা তো আবার কখনও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রবিবার ছুটির দিন যেমন বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে হাওড়া, কলকাতা, নদিয়া সহ একাধিক জেলা। আবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়া , কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন অতি প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বৃষ্টি চলবে মালদা ও দুই দিনাজপুরে।
আগামীকালের আবহাওয়া
সোমবারেও উত্তরবঙ্গে তেড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদীয়া অর্থাৎ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।