যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যু, উপাচার্য এবং সিপিকে চিঠি পাঠাল মহিলা কমিশন

Published on:

Jadavpur University

সহেলি মিত্র, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রীর রহস্যমৃত্যুকে ঘিরে সরগরম বাংলা। চলছে শাসক বিরোধী দলের তরজা। গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা জলাশয়ের পাশ থেকে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করেন তাঁরই সহপাঠীরা। এবার এই ঘটনায় সামনে এল বিরাট মোড়। এবার এই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল জাতীয় মহিলা কমিশন (NCW)। জানা গিয়েছে, চেয়ারপার্সন বিজয়া রোহতকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠিও পাঠিয়েছেন।

ছাত্রী মৃত্যুতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল NCW

গত বৃহস্পতিবার রাতে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রী ক্যাম্পাসের একটি পুকুরের কাছে অচেতন অবস্থায় পাওয়া যায়। যদিও পরে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।  যাইহোক, নাকি অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রী সন্ধ্যার আগে সহপাঠীদের সাথে গল্প করছিল। পরে, ইউনিয়ন রুমের কাছে ৪ নম্বর গেটের কাছে জলাশয়ের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এরপর সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাকে দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পৌঁছায়। তদন্ত শুরু হয়েছে, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মামলাটিকে ঘিরে কমিশনের চেয়ারপার্সন বিস্তারিত তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করছে, তারও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।

কী বলছে কমিশন?

ঘটনায় বড় তথ্য দিয়েছে মহিলা কমিশন। কমিশন জানিয়েছে, মৃতার পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছাতে হবে এবং যদি কোনও অপরাধমূলক ঘটনা সামনে আসে তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিন দিনের মধ্যে সিপিকে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দিতে বলা হয়েছে। এদিকে এহেন ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । এর একদিন পর, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর মৃত্যুর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মদের আসরও অনুষ্ঠিত হয়েছিল। এই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবারও কঠোর বার্তা দিয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, “যদি কেউ ক্যাম্পাসে মাদক সেবন করতে গিয়ে ধরা পড়েন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের ঝটকা দিয়ে ফের বাড়ল সোনা রুপোর দাম! আজকের রেট

ময়নাতদন্তের রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ওই ছাত্রীর। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

সঙ্গে থাকুন ➥