একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ঢল, কী বলছে SSC-র পরিসংখ্যান?

Published on:

SSC Exam

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা (SSC Exam)। রবিবার হয়েছে নবম-দশম স্তরের নিয়োগ পরীক্ষা। আর আজ হচ্ছে একাদশ-দ্বাদশ স্তরের পরীক্ষা। তবে গত রবিবারের মতোই দৃশ্য দেখা গেল আজ। হ্যাঁ, এবারও একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভিড় জমিয়েছে হাজার হাজার প্রার্থী।

তবে সবথেকে বড় ব্যাপার, এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ভিন রাজ্যের। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, ঝাড়খন্ড বা রাজস্থান, বিভিন্ন রাজ্যের প্রার্থীরা ছুটে এসেছে এবার পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে।

পরিসংখ্যান কী বলছে?

TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী, এদিনও প্রায় ১২ হাজারের বেশি ভিন রাজ্যের পরীক্ষার্থী এসেছে। বিশেষ করে হিন্দি মাধ্যমের শিক্ষক নিয়োগের শূন্যপদ থাকায় তাঁদের আগ্রহ আরো বেশি দেখা যাচ্ছে। হিন্দি মাধ্যমে এবার মোট ৩৭০ টি শূন্যপদ রাখা হয়েছে। আর এই কয়েকশো শূন্যপদের জন্যই ভিন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীরা আবেদন করছে। এর আগে নবম-দশম স্তরে হিন্দি মাধ্যমের জন্য ২২৯১ টি শূন্যপদ ছিল, যাকে ঘিরেও আবেদনকারীদের ঢল উতরে পড়েছিল।

উল্লেখ্য, শেষবার ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় হিন্দি মাধ্যমের প্রার্থীদের আলাদাভাবে কোনও সুযোগ দেওয়া হয়নি। সেবার শুধু বাংলা মাধ্যমেই পরীক্ষা হয়েছিল। আর এবার সেই সুযোগ মেলায় হিন্দিভাষী চাকরিপ্রার্থীরা বাংলায় পরীক্ষায় বসতে শুরু করেছে। গতবার ভিন রাজ্যের প্রার্থীরা ক্ষোভ উগড়ে দিয়েছিল, যে তাদের নিজের রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। তাই বাধ্য হয়ে অন্যান্য রাজ্যে চাকরি খুঁজতে হচ্ছে।

আরও পড়ুনঃ আরজি করের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ

এবার কতজন পরীক্ষা দিচ্ছে?

এসএসসি’র রিপোর্ট বলছে, এবার একাদশ-দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় বসছে আর মোট ৩৬ টি বিষয়ে পরীক্ষা হবে। শূন্যপদ রয়েছে ১২ হাজার ৫১৪ টি। এমনকি আবেদনকারীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার। ফলে এবারের পরীক্ষার প্রতিযোগিতা যে তুমুল হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বাংলার শিক্ষক নিয়োগ পরীক্ষায় শুধুমাত্র ভিন্ন রাজ্যের প্রার্থীদের নয়, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও পড়ছে শোরগোল।

সঙ্গে থাকুন ➥