বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি! কীভাবে?

Published on:

Sourav Ganguly CAB He Become president On Sunday

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয়বারের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly CAB)। রবিবারই একপ্রকার নিশ্চিত হয়ে যাবে তাঁর এই নতুন দায়িত্ব। আপাতত সূত্রের যা খবর, বিরোধী পক্ষের কারও মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা নেই। এদিকে, আজ, রবিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই মনোনয়ন জমা দেবেন সৌরভ এবং তার গোটা প্যানেল। কাজেই, ধারণা করা হচ্ছে আজই সৌরভের সিএবি প্রেসিডেন্ট হওয়াটা চূড়ান্ত হয়ে যাবে!

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হবেন সৌরভ?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, আগামী 22 সেপ্টেম্বর বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা অর্থাৎ সিএবির বার্ষিক সাধারণ সভা রয়েছে। এদিনই ভবিষ্যতের প্রেসিডেন্ট নির্বাচিত করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এদিকে, আসন্ন 28 সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন সৌরভ গাঙ্গুলি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সমস্ত রাজ্য সংস্থা তাদের প্রতিনিধিদের নাম বোর্ডের কাছে পাঠিয়েছে। সেই সূত্রে, বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনও সৌরভের নাম পেশ করেছে।

আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, সিএবি কার্যত সৌরভকে যোগ্য মনে করেই আগেভাগ তাঁর নাম পাঠিয়েছে বোর্ডে। ফলত, শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নাম পাঠানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে সৌরভ গাঙ্গুলিই সিএবি সভাপতি হচ্ছেন। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। তবে প্রেসিডেন্ট নিয়ে সমস্যা কাটলেও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরবর্তী সচিব কে হবেন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

কে হবেন সিএবির পরবর্তী সচিব?

সূত্র বলছে, সিএবি প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের নামটা একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও, ধোঁয়াশার কারণ হয়ে দাঁড়িয়েছে তাঁর প্যানেল। প্রশ্ন উঠছে, সিএবির পরবর্তী সচিব আদতে কে হবেন? এক্ষেত্রে সম্ভাবনার তালিকায় বারবার উঠে আসছে দুটি নাম। সঞ্জয় দাস এবং বাবলু কোলে। মনে করা হচ্ছে, এর আগে যেহেতু বাবলু বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ছিলেন তাই তাঁকেই ফের সেই পদে বসানো হতে পারে।

জাতীয় ক্রীড়া আইন যেহেতু এখনও পর্যন্ত কার্যকর করা যায়নি, তাই লোধা নিয়ম মেনেই হবে সিএবির নির্বাচন। আর সেই নিয়মে বাবলু যদি সচিব পদে বসেন সেক্ষেত্রে, কোষাধ্যক্ষ হতে পারেন সঞ্জয় দাস। তাছাড়াও কেউ কেউ মনে করছেন, সঞ্জয়কে যুগ্ম সচিবের পদ দিতে পারে সিএবি। এদিকে আরেকটা অংশ মনে করছেন, সৌরভ প্রেসিডেন্টের পদে বসলে মাত্র এক বছরের মধ্যে ফের বাবলুকে সচিব করবেন না তিনি। সেক্ষেত্রে এগিয়ে যেতে পারেন সঞ্জয়। ফলত বলাই যায়, প্রেসিডেন্ট পদ নিয়ে সিএবি নিশ্চিন্ত হলেও সচিব পদে কে বসবেন তা নিয়ে বড়সড় সংশয়ে রয়েছে।

অবশ্যই পড়ুন: ঘুঁচল ৩২ বছরের অপ্রাপ্তি! ডেভিস কাপে সুইজারল্যান্ডকে হারিয়ে ইতিহাস লিখল ভারত

প্রসঙ্গত, সিএবি নির্বাচনের আগেই সহ-সভাপতি পদের জন্য যে সম্ভাব্য নামগুলি ভাসছে তার মধ্যে রয়েছে অনু দত্ত, প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষ এবং IFA এর প্রাক্তন কর্তা সুব্রত দত্ত। এছাড়াও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোনও একটি বড় পদ পেতে পারেন শ্রীমন্ত মল্লিকও। সব মিলিয়ে, গোটা চিত্রটা স্পষ্ট হবে নির্বাচনের পরই। যদিও ওয়াকিবহালমহল মনে করছেন, সৌরভ নিজের প্যানেল নিয়ে বেশ সতর্ক। দাবি করা হচ্ছে, রবিবার বিকেলে মনোনয়ন জমা দেওয়ার আগে অন্যান্য পদাধিকারীদের সাথে আলোচনা হতে পারে তাঁর।

সঙ্গে থাকুন ➥