পরপর সিলিন্ডার বিস্ফোরণ, মুহূর্তের মধ্যে ভস্মীভূত তারকশ্বরের একাধিক দোকান

Published on:

Tarakeshwar

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ সকালে তারকেশ্বরের (Tarakeshwar) চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ যেন কেঁপে উঠল। সকাল সাড়ে আটটা নাগাদ আচমকা বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছে, একটি চপের দোকানের প্রথমবার বিস্ফোরণ ঘটে। এরপর একের পর এক তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। মুহূর্তের মধ্যেই আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

মুহূর্তে ভস্মীভূত ৬টি দোকান

স্থানীয় রিপোর্ট মারফৎ খবর, ভয়াবহ আগুনে পুড়ে একেবারে ঝলসে যায় আশেপাশের রেস্তোরাঁ থেকে শুরু করে ফুলের দোকানসহ মোট ছয়টি দোকান। আগুনের তীব্রতা কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকায় ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে দেয়। এমনকি আতঙ্কে চিৎকার শুরু করে স্থানীয়রা। প্রথমে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের লেলিহান শিখা এতটাই দাউ দাউ করে জ্বলছিল যে, তা সম্ভবপর হয়নি।

খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের এক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণ এতটাই প্রবল হয়ে উঠেছিল যে দোকানগুলোর ভেতরে আর কিছুই অবশিষ্ট রাখা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ আরজি করের ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ

তবে সৌভাগ্যের বিষয়, এই ঘটনায় কোনওরকম প্রাণহানির খবর মেলেনি। কিন্তু পূজার মুখে দোকান ভস্মীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। তাঁদের দাবি, এই ঘটনার জেরে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হল। তবে স্থানীয়রা অভিযোগ করছে, দোকানগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। দমকল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন আশ্বাস দিচ্ছে, বিস্ফোরণের কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেব খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এ বিষয়ে তদন্ত করা হবে।

উল্লেখ্য, এই ভয়াবহ অগ্নিকান্ডের জেরে কিছু সময়ের জন্য বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল বন্ধ রাখতেও বাধ্য হয় প্রশাসন। হঠাৎ এই দুর্ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি ব্যবসায়ী মহল থেকে শুরু করে স্থানীয় মানুষজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে দমকলের দ্রুত উপস্থিতির কারণে বড়সড় বিপদ রক্ষা করা গিয়েছে।

সঙ্গে থাকুন ➥