সহেলি মিত্র, কলকাতাঃ আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা রয়েছে ভারতবাসীর মধ্যে। এরই মাঝে ফের একবার বিপদের মুখে যাত্রীবাহী বিমান। এবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল IndiGo বিমান। ঘটনাস্থল উত্তরপ্রদেশের লখনউ। উত্তর প্রদেশের রাজধানী লখনউতে শনিবার একটি বড় বিমান দুর্ঘটনা এড়ানো গেছে। বিমানে সেই সময়ে ১৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। ছিলেন একজন সাংসদও। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দুর্ঘটনা এড়াল IndiGo-র বিমান
দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, ইন্ডিগো বিমানটি রানওয়েতে পূর্ণ গতি অর্জন করে ছুটেও উড়তে পারছিল না। একদম শেষ মুহূর্তে এসেও উড়তে না পারায় তৎক্ষণাৎ পাইলটের উপস্থিতি বুদ্ধি কাজে লাগিয়ে এমার্জেন্সি ব্রেক কষেন। এর জেরে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাণ বেঁচেছে অখিলেশ যাদবের স্ত্রী সহ যাত্রীদের জীবন।
বিমানটিতে ১৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন
শনিবার লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ইন্ডিগো বিমানটিতে অখিলেশ যাদবের স্ত্রী এবং সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব সহ ১৫০ জনেরও বেশি যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। জানা গেছে, শনিবার সকাল ১১টায় ইন্ডিগোর বিমানটি লখনউ থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। রানওয়েতে এটি পূর্ণ গতিতে উড্ডয়নের চেষ্টা করছিল, কিন্তু বিমানটি হঠাৎ শব্দ করতে থাকে। এরপর পাইলট রানওয়ের শেষে বিমানটি থামিয়ে দেন। পাইলটের বুদ্ধির কারণে আজ একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
যাত্রীরা জানিয়েছেন যে বিমানটি যখন উড্ডয়ন না করে, তখন বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু ক্রু সদস্যরা সবাইকে শান্ত করে অন্য একটি বিমানে করে দিল্লিতে পাঠিয়ে দেন। জানা গেছে যে অখিলেশ যাদবের স্ত্রী এবং সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও সেই বিমানে ছিলেন, যিনি একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন। সাংসদ ডিম্পল যাদবের সাথে সমাজবাদী পার্টির নেতা সুরজ সিংও উপস্থিত ছিলেন। সমাজবাদী পার্টির নেতা সুরজ সিং বলেন, ‘ইন্ডিগো ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পরিবর্তন করতে হয়েছে।’