কমিশনের গা থেকে কলঙ্কের দাগ কি এবার মুছবে? SSC পরীক্ষায় বসে যা জানালেন রাজন্যা

Published on:

SSC Exam

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা (SSC Exam)। তবে এই রাজ্যের শিক্ষক নিয়োগ স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। অভিযোগ, দুর্নীতি আর অনিয়মের কারণে এসএসসির গায়ে যে কলঙ্কের ছাপ লেগেছে, তা বলার অপেক্ষা নেই। ইতিমধ্যেই নবম-দশম স্তরের পরীক্ষা শেষ হয়েছে। আজ হচ্ছে একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেখানে আবেদনকারীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার।

তবে এই বিপুল চাকরিপ্রার্থীদের ভিড়ের মধ্যেই এসএসসি’র পরীক্ষায় বসলেন বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। নিয়োগ নিয়ে আশাবাদী হলেও, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, এই লড়াই শুধুমাত্র তাঁর নিজের জন্য নয়, বরং হাজার হাজার চাকরিপ্রার্থীর যোগ্যতার স্বীকৃতি পাওয়া নিয়েই।

কী বললেন রাজন্যা?

টিভি ৯-এর প্রতিবেদন অনুযায়ী, এদিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে রাজন্যা বলেছেন, আশা রাখছি এবং চেষ্টা করছি। প্রায় আড়াই লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে। আমারও চেষ্টা রয়েছে। এখানে শিক্ষক হওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য নয়, বরং চাকরি পাওয়ার আশাতেই আমি পরীক্ষা দিতে এসেছি।

উল্লেখ্য, পরীক্ষার দিনের কিছু অভিজ্ঞতা তাকে আবেগপ্রবণও করে তুলেছে। তাঁর চোখে সাধারণ মানুষের দুর্দশার ছবি উঠে এসেছে। তিনি বলেছেন, আমি আগের দিনও পরীক্ষা দিয়েছি। দেখলাম যে, বাবা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মা লম্বা লাইনে দাঁড়িয়ে। আমরা যেমন সাধারণ ডিগ্রি কোর্স করেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরা এই ছবি দেখব বলে কোনওদিনই পড়িনি। এই কষ্টের যেন সঠিক মূল্য পেলে।

আরও পড়ুনঃ খরচ কমাতে রেশনে কাটছাঁট? কী কী সামগ্রী পাওয়া যাবে?

নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও রাজন্যা জোর গলায় বলেছেন, ফলাফল যেন যোগ্যতার ভিত্তিতেই হয়। আমি সুযোগ পাই কি না পাই, সেটা আমার মেরিট লিস্ট বলবে। তবে আমি চাই, এই পরীক্ষার ফলাফলে যেন শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই স্থান পায় এবং যোগ্যতা ও স্বচ্ছতার উপর নির্ভর করেই হয়। কারণ হাজারও চাকরিপ্রার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, এই পরীক্ষার মাধ্যমে সত্যিই কমিশন কলঙ্কমুক্ত হতে পারবে তো?

সঙ্গে থাকুন ➥