স্বচ্ছতার সাথে শেষ হয়েছে SSC-র দ্বিতীয় দফা, দাবি ব্রাত্যের! কবে থেকে শুরু ইন্টারভিউ?

Published on:

Bratya Basu On SSC he Said SSC second phase completed without any complain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বচ্ছতার সাথে সম্পন্ন হল স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় দফার পরীক্ষা। এ বছর পরীক্ষায় যাতে স্বচ্ছতা বজায় থাকে সেজন্য সার্বিকভাবে উদ্যোগী হয়েছিল কমিশন। সেই মতোই, নির্ভীঘ্নে হয়েছে পরীক্ষা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu On SSC)। সেই সাথে, দিলেন কিছু গুরুত্বপূর্ণ তথ্যও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রবিবার, SSC-র একাদশ এবং দ্বাদশের পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানালেন, পরীক্ষার মডেল উত্তরপত্র শীঘ্রই আপলোড করা হবে কমিশনের ওয়েবসাইটে। আগামী দু বছরের জন্য তা সেখানেই সংরক্ষিত থাকবে। এছাড়াও ওই মডেল উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের কোনও দ্বিমত বা আপত্তি থাকলে সেটাও ওয়েবসাইটেই জানাতে পারবেন তারা। এরপর নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি জানিয়ে দেওয়া হবে কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য। এদিকে SSC-র চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। তা শেষ করে ডিসেম্বরের 31 তারিখের মধ্যেই নিয়োগ সম্পন্ন করতে হবে।

অবশ্যই পড়ুন: পাক সন্ত্রাসবাদীদের সমর্থনকারী, অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা! অসমে কংগ্রেসকে তুলোধোনা মোদির

রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে SSC সংক্রান্ত নানান তথ্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রীর সংযোজন, এর আগে 7 সেপ্টেম্বর নবম এবং দশমের পরীক্ষায় ভিনরাজ্য থেকে অন্তত 31,362 জন পরীক্ষার্থী এসেছিলেন। কিন্তু আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্য থেকে 13 হাজার 517 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছিলেন।

এদিন পরীক্ষার্থীদের হিসেব দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, আজ মোট পরীক্ষা দিয়েছেন 2 লক্ষ 46 হাজারেরও পরীক্ষার্থী। ব্রাত্য বসুর কথায়, রবিবার আবেদনকারীদের 93 শতাংশই পরীক্ষা দিতে পেরেছেন নির্বিঘ্নে। স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়েছে। আগামী 10 বছরের জন্য সেই উত্তরপত্রের স্ক্যান করা ছবি সংরক্ষণ করে রাখা হবে। এদিন SSC পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর পাশাপাশি কেন্দ্রকেও আক্রমণ করতে ভোলেননি তৃণমূলের মন্ত্রী ব্রাত্য।

 

সঙ্গে থাকুন ➥