সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুমে বিরাট চমক নিয়ে হাজির Samsung। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে এবার প্রথমবারের মতো Samsung Galaxy S24 Ultra মাত্র 60 হাজার টাকার নীচে পাওয়া যাবে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। যে ফোনের লঞ্চ প্রাইস ছিল 1,30,000 টাকা, তা এবার হাতের নাগালে আসছে, মাত্র 60 হাজার টাকার নীচে।
কোথায় মিলবে এই অফার?
প্রসঙ্গত, আগামী 23 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডেজ। তবে প্লাস বা ব্ল্যাক মেম্বাররা একদিন আগে থেকেই এই অফারে ঢুকতে পারবে। সংস্থার তরফ থেকে এখনো অফিসিয়াল ভাবে ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাসের কোনও তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, এই ফোনে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের মাধ্যমে বিরাট ছাড় মিলতে পারে।
কত টাকা দাম কমছে?
প্রসঙ্গত, Samsung Galaxy S24 Ultra এর 12GB RAM + 256GB ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অন্যদিকে 512GB ভ্যারিয়েন্টির দাম ছিল 1,39,999 টাকা এবং 1TB ভ্যারিয়েন্টের দাম 1,59,999 টাকা। তবে এবারের ফ্লিপকার্টের সেলে দাম ধরা হচ্ছে মাত্র 59,999 টাকা। অর্থাৎ এক ধাক্কায় 70 হাজার টাকা পর্যন্ত দাম কমতে পারে Samsung-এর এই ফ্লাগশিপ মডেলের।
ফোনটির বিশেষত্ব কী রয়েছে?
জানিয়ে রাখি, Samsung Galaxy S24 Ultra শুধুমাত্র দামের দিক থেকে নয়, বরং ফিচারের দিক থেকেও নজরকাড়া। এই ফোন রয়েছে—
- 6.8 ইঞ্চির একটি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।
- রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর।
- রয়েছে সর্বোচ্চ 12GB RAM এবং1TB পর্যন্ত স্টোরেজ।
- পেছনের দিকে রয়েছে 200MP মেইন ক্যামেরা লেন্স, 12MP আল্ট্রাওয়াইড, 50MP ও 10MP টেলিফটো ক্যামেরা। এমনকি সামনের দিকে 12MP সেলফি ক্যামেরা।
- ফোনটিতে রয়েছে 5000mAh এর একটি ব্যাটারি, যা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নেয়।
- অন্যান্য ফিচার হিসেবে এস-পেন সাপোর্ট, অ্যান্ড্রয়েড 14-র ওপর ভিত্তি করে চলা One UI 6 অপারেটিং সিস্টেম দেওয়া রয়েছে।
আরও পড়ুনঃ Gen-Z আন্দোলনে প্রাণ গিয়েছে ৭২ জনের, শহিদদের ১০ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা নেপাল প্রধানমন্ত্রীর
এক কথায়, স্মার্টফোনের বাজারে সাধারণত ফ্লাগশিপ ফোনগুলিতে এতটা ছাড় মেলে না। তবে এবারের এই অফারে হাফের হাফ দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S24 Ultra। তাই যারা প্রিমিয়াম ফিচারসহ শক্তিশালী কোনও ফোন কেনার পরিকল্পনা করছেন, তারা এই অফারটিকে লুফে নিতে ভুলবেন না।