বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের দিনই আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল অসম। নর্থইস্ট নাও এর রিপোর্ট অনুযায়ী, রবিবার বিকেল নাগাদ বাংলার পড়শি রাজ্যটিতে হঠাৎ কম্পন অনুভূত হয়।
জানা গিয়েছে, এই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.9 (Earthquake Update)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অসমের পাশাপাশি কম্পন অনুভব করলেন কলকাতার পথ চলতি মানুষও।
ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অসমে?
আপাতত যা খবর, রবিবার বিকেল 4টে 45 নাগাদ অসমে ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢেকুয়াজুলি। সেখানেই দিনের প্রথম কম্পন অনুভূত হয় বলেই খবর। এদিকে অসমে ভূমিকম্পের খবরে কার্যত হই হই পড়ে গিয়েছেন নেট মহলে। যদিও, 5.9 রিখটার স্কেলে হওয়া ভূমিকম্পে ভিন রাজ্যে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি।
কলকাতা সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়
রিপোর্ট যা বলছে, রবির বিকেলে অসমের পাশাপাশি উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। জানা যায়, ভূমিকম্পের ফলে কাঁপতে থাকে দার্জিলিং, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ সমতলের বিস্তীর্ণ এলাকা।
রিপোর্ট যদি সত্যি হয় সেক্ষেত্রে অসমের পাশাপাশি মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। যদিও অনেকেই এখনও এ বিষয়ে ওয়াকিবহাল নন।
অবশ্যই পড়ুন: স্বচ্ছতার সাথে শেষ হয়েছে SSC-র দ্বিতীয় দফা, দাবি ব্রাত্যের! কবে থেকে শুরু ইন্টারভিউ?
উল্লেখ্য, অসমের বিস্তীর্ণ এলাকা, উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এবং জলপাইগুড়ির পাশাপাশি শহর কলকাতা ও দক্ষিণবঙ্গ তথা ভারত ছাড়াও কিছুক্ষণ আগেই কম্পন অনুভূত হয়েছে, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও চিনের কিছু অংশে। তবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।