সহেলি মিত্র, কলকাতাঃ সামাজিক মাধ্যমে ফের একবার বিস্ফোরক পোস্ট করলেন বাংলাপক্ষের (Bangla Pokkho) মুখ্য সদস্য গর্গ চট্টোপাধ্যায়। আর এবারে তিনি যা পোস্ট করেছেন তাঁকে ঘিরে শুরু হয়েছে নানা তরজা। গর্গ চ্যাটার্জি নিজের ফেসবুক পেজে বেশ কিছু রেলওয়ে স্টেশন থেকে শুরু করে রাস্তায় থাকা হোর্ডিং-এর ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে স্টেশনগুলির বাংলা, ইংরেজি নাম তো রয়েছে, কিন্তু হিন্দি নামের জায়গায় কেউ বা কারা কালো কালি লেপে দিয়েছে। আর এই ছবিকে ঘিরে শুরু হয়েছে নানা তরজা।
বাংলার স্টেশনগুলিতে থাকা হিন্দি নামে লাগানো হল কালো কালি!
ছবিতে হুগলী থেকে শুরু করে হিন্দমোটর, মানকুন্ডু স্টেশন, তারকেশ্বরের আগে ও পরের দৃশ্য দেখা যাচ্ছে। আর এই পোস্টটি করে গর্গ চ্যাটার্জি ক্যাপশনে লেখেন, ‘কালো দিবস উপলক্ষ্যে মা কালীর আশীর্বাদ বর্ষিত হোক বাংলাজুড়ে। বর্তমানে স্টেশনগুলির ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে।
গর্গ চ্যাটার্জির পোস্টের কমেন্ট বক্স নানা মানুষের নানা মন্তব্যে ভরে গিয়েছে। একজন লিখেছেন, ‘শিক্ষার অভাব কত এদের ইংলিশটা রেখে দিয়েছেন কেন? হিন্দি মুছে দিয়েছেন ভালো করেছেন কিন্তু ইংলিশ কি বাংলা ভাষা নাকি? রাজ্যে চাকরি নেই স্বাস্থ্য নেই কিছুই ঠিক নেই কিন্তু আপনাদের কাছে বড় ইস্যু হলো হিন্দি ভাষা দারুণ। বেকারত্ব কত বেড়ে গেছে সেটা আপনাদের কাজ দেখলেই বোঝা যায়।’
কী বলছেন সাধারণ মানুষ?
অপর আরেকজন লিখেছেন এসব কি নোংরামো অন্য ভাষাতে অপমান করে কখনোই নিজের ভাষাকে সম্মান বাড়ানো যায় না আপনারা এসব কাজকর্ম করে বাংলা ভাষার সম্মান কতটা বাড়াচ্ছেন জানিনা সম্মানটা ডোবানো ফুল চেষ্টা করছেন এটা নিয়ে ১০০% সত্যি।’ অপর আরেকজন গর্গ চট্টোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে লিখেছেন, ‘তোদের দম থাকলে উর্দু লেখা যেখানে যেখানে লেখা আছে কালো রং লাগিয়ে দেখা।’
অন্য আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘হিন্দিকে মোছা কিন্তু আমাদের ধর্ম নয় বন্ধুরা… আমাদের ধর্ম বাংলাকে প্রসার করা এবং যেখানে বাংলা লেখা নেই সেখানে লেখা করানো.. এসব করে আমরা কোনো ভুল করছি না তো ??’ আরও একজন বিষয়টিকে সমর্থন করে লিখেছেন, ‘জয় বাংলা বাংলার মাটি থেকে এভাবেই হিন্দি মুছে যাক। জয়ী হোক বাংলা পক্ষ তথা সারা বাংলা।’