পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে বাস-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত ২০

Published on:

Dhatrigram Bus Accident

সৌভিক মুখার্জী, কলকাতা: সাত সকালে ঘটে গেলে ভয়াবহ দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের কালনা মহকুমায় সোমবার সকালে ঘটেছে মর্মান্তিক। পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম উত্তর রেল ফটকের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে এক যাত্রীবাহী বাস ও ডাম্পার (Dhatrigram Bus Accident)। ঘটনায় অন্তত 20 জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয় রিপোর্ট মারফৎ খবর। এমনকি আহতদের দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

স্থানীয় এক সূত্র মারফৎ জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার সকাল প্রায় 8:50 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে বর্ধমান হয়ে বেনাচিতি যাওয়ার একটি বাস ধাত্রীগ্রাম রেলগেটের কাছে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা এক ডাম্পারের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই ঘটে এই বড়সড় দুর্ঘটনা।

প্রাথমিক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর চোট পেয়েছে। পাশাপাশি স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করেছে। রিপোর্ট বলছে, প্রায় 20 জন আহত হয়েছে। এমনকি পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদেরকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। আপাতত আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলেই জানা যাচ্ছে। তবে স্বস্তির খবর এই যে, কারোর মৃত্যুর খবর মেলেনি।

আরও পড়ুনঃ নতুন GST হারের জের, ২২ সেপ্টেম্বর থেকে কমছে ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের দাম

এই দুর্ঘটনার খবর শোনা মাত্রই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রেলগেটের কাছে স্থানীয় মানুষজনের ভিড়ও জমে যায়। এমনকি ঘটনার পর যান চলাচল সাময়িকভাবে বিঘ্ন হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ডাম্পারটি মূলত ওভার স্পিডে আসছিল। আর সেজন্যই নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥