প্রীতি পোদ্দার, কলকাতা: সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে এবং সেনার আমন্ত্রণে অবশেষে ফোর্ট উইলিয়ামে পা রাখলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৃষ্টি মাথায় নিয়ে শত্রুদের হাত থেকে দেশের সীমান্ত রক্ষার্থে এবং ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা করতে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এলাকা মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে।
কলকাতার পর বিহারের উদ্দেশে যাত্রা
গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় অসম থেকে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজভবনেই তাঁর থাকার ব্যবস্থা করা হয় সেখানেই তিনি রাত কাটান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ, সোমবার তাঁর ফোর্ট উইলিয়ামে আয়োজিত ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’ রয়েছে। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন তিনি। ইতিমধ্যেই রিপোর্ট সূত্রে জানা গিয়েছে বৃষ্টি মাথায় নিয়ে ফোর্ট উইলিয়ামে এসে গিয়েছেন প্রধানমন্ত্রী। বিরাট কনভয় নিয়ে ঢোকেন ফোর্টে। এলাকা মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে। গিয়েছে ফোর্ট উইলিয়ামে দুপুর ১টা পর্যন্ত থাকবেন তিনি। তারপরেই বিহারের উদ্দেশে রওনা দেবেন মোদি।
কী নিয়ে বৈঠক?
জানা গিয়েছে, ‘যৌথ সেনাপতি সম্মেলন ২০২৫’ এর বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান-সহ সেনার শীর্ষ কর্তারা। অপারেশন সিঁদুরের পর এটিই সেনা ও কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক। সরকারি দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কনফারেন্স। মূলত ভবিষ্যতের রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন তিনি। গত ২২ অগস্ট রাজনৈতিক এবং প্রশাসনিক সভায় যোগ দিতে কলকাতায় আসেন তিনি। এবার সরকারি অনুষ্ঠানে কলকাতার মাটিতে পা রাখলেন।
আরও পড়ুন: কলকাতা-মিজোরাম ট্রেন নিয়ে কাড়াকাড়ি তৃণমূল বিজেপির! ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদ স্টেশনে
প্রসঙ্গত, চলতি বছরে কলকাতায় নরেন্দ্র মোদীর চতুর্থতম সফরটি একবারেই সরকারী কর্মকাণ্ডকে ঘিরে পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে নেই কোনো রাজনৈতিক যোগ, কিন্তু তবুও নরেন্দ্র মোদীর বাংলা সফর ঘিরে উৎসাহ রয়েছে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাই গতকাল, রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের বাইরে ঢাক-ঢোল নিয়ে উপস্থিত হন সমর্থকরা। যদিও সেই অভ্যর্থনায় গাড়ির বাইরে দাঁড়িয়ে হাত নেড়ে সকলকে অভিবাদন জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।