ডুবল দিঘা, হাঁটু সমান জল রাস্তায়! হোটেলে আটকে পর্যটকরা

Published on:

Digha

সৌভিক মুখার্জী, কলকাতা: সাত সকালেই ভেসে গেল সমুদ্র সৈকত দিঘা (Digha)। সোমবার ভোর থেকে টানা বৃষ্টির জেরে নিউ দিঘার একাধিক জায়গায় একেবারে জলমগ্ন থৈ থৈ অবস্থা। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের সামনের রাস্তায়, এমনকি বহু হোটেল চত্বরে হাটু সমান জল। এর ফলে বহু পর্যটক হোটেল থেকে বেরোতে পারছে না।

সকাল থেকেই টানা বৃষ্টিতে জমছে জল

উল্লেখ্য, আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে, নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলল। ভোর ৪টে থেকেই বেলা ১১টা পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজেছে দিঘা সহ একাধিক জায়গা। তার ফলেই নিউ দিঘার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তায়, এমনকি হোটেল চত্বর থৈ থৈ অবস্থা।

হোটেলে থাকা বহু পর্যটক জানাচ্ছে, হোটেল থেকে বাইরে বেরোনোই কার্যত অসম্ভব হয়ে পড়ছে। যারা বেরোচ্ছে, তাঁদের জল কেটে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। তাই অনেকে হোটেলে আটকে রয়েছেন। এমনকি রাস্তাঘাটে হাঁটু সমান জলে বাইক বা স্কুটি চালানোও দুর্বিষহ হয়ে পড়ছে।

নিউ দিঘার এক হোটেলের ম্যানেজার টোটন শাহ বলেছেন, সকল থেকেই টানা ৮-৯ ঘন্টা বৃষ্টি হয়েছে। তার জন্য একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। সবথেকে বেশি সমস্যা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ডের আশেপাশে। এমনকি এই পরিস্থিতিতে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল বলেছেন, টানা বৃষ্টির কারণে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। দ্রুত যাতে জল বের করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে।

আরও পড়ুনঃ নদিয়ার তাহেরপুরে পুজো মণ্ডপে আগুন লাগানোর চেষ্টা! ৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

ফেসবুকে ইতিমধ্যেই দিঘার বিভিন্ন জলমগ্ন ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে দিঘার বর্তমান ছবি। চারিদিকে শুধু জল আর জল। কেউ কেউ কমেন্ট করছে, আরো বেশি করে গাছপালা বালিয়াড়ি নষ্ট করে হোটেল, রেস্টুরেন্ট বানানো হোক। কয়েক বছর পর দিঘার সৌন্দর্য বা পরিচ্ছন্নতা বলেই কিছু থাকবে না। সবই তলানিতে ঠেকবে। ভাবলেই কেমন যেন কষ্ট হচ্ছে। কেউ কেউ বলছে, দিঘা এখন গোয়া হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥