সৌভিক মুখার্জী, কলকাতা: অবসর নিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। দীর্ঘদিন ধরেই হাইকোর্টের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছেন তিনি। তবে আজ সোমবার তাঁর সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। সূত্রের খবর, তাঁর জায়গা সামলাতে দায়িত্ব গ্রহণ করেছেন হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি সৌমেন সেন। কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতিও জারি করা হয়েছে।
দায়িত্ব নিচ্ছেন সৌমেন সেন
দ্য ওয়ালের রিপোর্ট মারফৎ খবর, এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে বহাল হচ্ছেন সৌমেন সেন, যিনি ২০১১ সালের ১৩ এপ্রিল থেকেই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন। প্রসঙ্গত, আগামী ২০২৭ সালের ২৬ জুলাই পর্যন্তই তাঁর কার্যকালের মেয়াদ রয়েছে। এমনকি একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায় দেওয়ার জন্য রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন তিনি।
তবে শুধুমাত্র রায়ের জন্যই তিনি আলোচনায় নন, বরং অতীতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের ঘটনাতেও তাঁর নাম শিরোনামে আসে। মেডিকেল কলেজে ভর্তির টাকা সংক্রান্ত মামলায় অভিষেক গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেও বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছিল। পরে সেই মামলাটি এতটাই জটিল হয়ে ওঠে, যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ পুরনো গাড়ি থেকেই আসবে ৪০,০০০ কোটি GST, ৭০ লক্ষ কর্মসংস্থান! জানালেন পরিবহন মন্ত্রী
তবে এখানেই শেষ নয়। বিচারপতি সেনের দায়িত্বভার আপাতত অস্থায়ী। কারণ সুপ্রিম কোর্টের কলেজিয়েম তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে পাঠানোর সুপারিশ করেছিল। আর সেই প্রস্তাব যদি কার্যকর হয়, তাহলে আবারও কলকাতা হাইকোর্টে নতুন করে প্রধান বিচারপতি নিয়োগের প্রয়োজন দেখা যাবে। ফলে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতি কে হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।