বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তবে মাঠের বাইরে হার মানতে রাজি নয় তারা। তাই ম্যাচ শেষের পর সূর্যকুমার যাদবেরা হাত না মেলানোয় (Handshake Controversy) প্রথমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নালিশ ঠোকে পাক দল। এবার ভারতীয়দের সেই আচরণ নিয়ে ICC-র দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে PCB-র দাবি, ভারতীয়রা হাত না মেলানোর ঘটনায় আসল দোষী ম্যাচ রেফারি। এবার সেই অ্যান্ডি পাইক্রফটকেই এশিয়া কাপ থেকে অপসারণের দাবি জানাল পাকিস্তান।
ম্যাচ রেফারিকে অপসারণের দাবি PCB-র
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, রবিবার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পর পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায়, টস চলাকালীন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাক অধিনায়ক সলমান আলি আঘাকে ভারতের সূর্য কুমারদের সাথে হাত না মেলানোর নির্দেশ দেন। ভারতীয় প্লেয়ারদেরও এই নির্দেশ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে PCB কর্তাদের অভিযোগ, ওই ম্যাচ রেফারি ICC-র আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এছাড়াও তিনি ক্রিকেটের চেতনা সম্পর্কিত এমসিসির আইনও বজায় রাখতে ব্যর্থ। তাঁর জন্যই ভারতীয়রা পাক ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি। তাই এবার এশিয়া কাপ থেকে তাঁকে অপসারণ করা হোক।
কোন পথে হাঁটবে ICC?
ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ জানানোর ঘটনায় এখনও পর্যন্ত কোনও বার্তা আসেনি ভারতীয় শিবিরে। তার উপর একই ঘটনাকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ম্যাচ রেফারিকে অপসারণের আবেদন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পাক বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত জয় শাহের ICC-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা কী সিদ্ধান্ত নেন সেদিকেই চোখ রয়েছে সকলেরই।
অবশ্যই পড়ুন: নেপালের পর উত্তাল আরেক দেশ! দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে পথে নামল জনতা
প্রসঙ্গত, রবির রাতে ভারতের কাছে হারের থেকেও পাকিস্তান দলকে সূর্যকুমার যাদবদের হাত না মেলানোর ঘটনা বেশি হতাশ করেছে। যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন পাক সমর্থকরা। বাদ যাননি প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররাও। সম্প্রতি নো হ্যান্ডশেকের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারও। তাঁর কথায়, এটা একটা ক্রিকেট ম্যাচ। সব কিছুতে রাজনীতি ঠিক নয়! হাত মেলাতেই পারতো ওরা!