বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিন, পাকিস্তানের মতো শত্রুদের সমুদ্রে জবাব দিতে এবার 60টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন তৈরিতে নজর দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, 2035 সালের মধ্যে ভারতীয় নৌসেনাকে (Indian Navy) যাতে শত্রুদের মোকাবিলায় দ্বিতীয় চিন্তা করতে না হয় এবং তাদের হাতে যাতে 200-র বেশি জাহাজ এবং ডুবোজাহাজ থাকে সেজন্য এবার সামুদ্রিক রণতরী নির্মাণের বিশেষ পদক্ষেপ নয়া দিল্লির।
নৌসেনার শক্তি বৃদ্ধি করতেই এমন পদক্ষেপ
রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের শত্রু চিন ও পাকিস্তানের নৌবাহিনীকে যোগ্য জবাব দিতে এবং ভারতীয় নৌসেনার হাত শক্ত করতেই রাডার নজরদারি প্রতিরোধী স্টেলথ টেকনোলজি যুক্ত ফ্রিগেট, কর্ভেট গাত্রের রণতরী, ছোট জলযান এবং ডুবোজাহাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
India’s Big Push in Naval Defence – 200 Warships & Submarines by 2035
India is charting a bold maritime roadmap aiming to build a fleet of 200+ warships and submarines by 2035. With 55 vessels already under construction+ approval for 74 new vessels, this expansion is driven by… https://t.co/FAK4Qede1t pic.twitter.com/lzGjFAJu9f
— StockSage (@SSage82827) September 10, 2025
বলা বাহুল্য, এই মুহূর্তে ভারতীয় জনসেনার কাছে 140টি জলযান রয়েছে। যার মধ্যে 17টি নতুন পুরনো মিলিয়ে ডিজেল ইলেকট্রনিক্স সাবমেরিন, দুটি এসএসবিএন অর্থাৎ পরমাণু শক্তি চালিত এবং পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্তযুক্ত ডুবোজাহাজ, দুটি বিমানবাহী রণতরী সহ একাধিক জলযান। এখানেই শেষ নয়, ভারতীয় নৌসেনার হাতে আছে আড়াইশোর বেশি বিমান এবং হেলিকপ্টার। কিন্তু এতে কিছু হবে না। জলে শত্রুদের আটকাতে আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর আকাশযান এবং জলযান অন্তত 60 শতাংশ বাড়াতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক।
অবশ্যই পড়ুন: ভারতকে শুধুমাত্র এভাবেই হারানো যাবে… পাকিস্তানের হারের পর উপায় বলে দিলেন সেহবাগ!
মোটা ব্যয় হবে সরকারের
নৌবাহিনীর শক্তি বাড়াতে ইতিমধ্যেই কলকাতার গার্ডেনরিচ, মুম্বইয়ের মাজগাঁও সহ দেশের বেশ কিছু কারখানায় 55টি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ চলছে। রিপোর্ট অনুযায়ী, এই বিরাট কর্মসূচিতে ভারত সরকারের খরচ পড়বে কম করে 1 লক্ষ কোটি টাকা। এগুলির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে 74টি যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলি তৈরি হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এই খাতে আবার প্রতিরক্ষা মন্ত্রকের খরচ পড়বে আনুমানিক 2 লক্ষ 35 হাজার কোটি টাকা।
না বললেই নয়, মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে তৈরি যুদ্ধ ওজাহাজ এবং ডুবোজাহাজগুলির তালিকায় থাকছে, 9টি ডিজেল ও ইলেকট্রিক চালিত সাবমেরিন, 4টি 10 হাজার টনের পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার, সাতটি নতুন প্রজন্মের মাল্টি রোল স্টেলথ ফ্রিগেট, 8টি ডুবোজাহাজ বিধ্বংসী কর্ভেট এবং 12টি মাইন কাউন্টার মেজার ভেসেল। শুধু তাই নয়, রয়েছে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের পরবর্তী রনতরী নির্মাণ পরিকল্পনাও। নৌ সেনার এক উচ্চপদস্থ আধিকারিকের মতে, সরকারি পরিকল্পনা ঠিকমতো কাজ করলে 2037 সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর হাতে থাকবে 230টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন।