বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘আমার বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা।’ মূলত এমন দাবিতেই এবার পথে নেমে গ্রামবাসীদের সাহায্য প্রার্থনা করছেন দক্ষিণ 24 পরগনার ভাঙরের (Bhangar) ISF কর্মী সালাউদ্দিন মোল্লা।
ISF সমর্থকের কথায়, তাঁর স্ত্রী ঘর সংসার ছেড়ে তৃণমূল নেতা মোকারেম মোল্লার সাথে পালিয়ে গিয়েছে। তবে, এমন ঘটনা প্রথমবার ঘটেনি। সালাউদ্দিনের বক্তব্য, তাঁর গুণধর স্ত্রী ওই তৃণমূল নেতার সাথে এই নিয়ে প্রায় 5 বার চম্পট দিয়েছেন। থানায় অভিযোগ করেও কোনও লাভ হয়নি।
গোটা ঘটনায় শোরগোল এলাকাজুড়ে
খোঁজ নিয়ে জানা যায়, বউ পালানোর ঘটনাটি ঘটেছে ভাঙরের 2 নম্বর ব্লকের ভোগালি 2 পঞ্চায়েতের ভুমরু গ্রামে। ISF কর্মীর দাবি, তৃণমূল নেতা মোকারেম মোল্লা তাঁর স্ত্রীকে প্রেমের জালে ফাঁসিয়েছেন! আর সে কারণেই কিছুতেই ঘরে মন টেকে না তাঁর অর্ধাঙ্গিনীর। বাড়িতে ফিরে এলেও বারবার ওই তৃণমূল নেতার সাথে পালিয়ে যান তিনি।
মূলত সে কারণেই এবার, এর একটা বিহিত চেয়ে গ্রামবাসীদের দ্বারস্থ হয়েছেন সালাউদ্দিন। ওই ব্যক্তির অভিযোগ, পুলিশের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও তাঁরা পাত্তাই দেননি। এতদিন হয়ে গিয়েছে পুলিশ প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই শেষমেষ বাধ্য হয়েই স্ত্রীয়ের সন্ধানে পথে পথে ঘুরছেন সালাউদ্দিন।
অবশ্যই পড়ুন: নদিয়ার তাহেরপুরে পুজো মণ্ডপে আগুন লাগানোর চেষ্টা! ৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত
স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে ফিরে পেতে এখন একহাতে প্ল্যাকার্ড এবং আরেক হাতে অভিযোগ পত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ওই ISF কর্মী। মাঝেমধ্যেই প্রতীকী অভিযুক্ত তৃণমূল কর্মীর ছেলের দোকানের সামনে ধর্নায় বসতেও দেখা গিয়েছে তাকে। সালাউদ্দিনের হাতের প্ল্যাকার্ডে সাদা কাগজের উপর লাল কালি দিয়ে স্পষ্ট ভাষায় লেখা, আমার বউকে নিয়ে পালিয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী মোকা মোল্লা। আমি গ্রামবাসীর কাছে বিচার চাই।
স্ত্রীয়ের জন্য একেবারে কাকুতি মিনতি করতে করতেই সালাউদ্দিনকে বলতে শোনা যায়, প্রশাসনকে জানিয়ে কাজ হয়নি, তাই তৃণমূল নেতৃত্বকে গোটা ঘটনাটা জানাতে বাধ্য হই। তবে তাঁরা আমায় বলেছেন, এসব নোংরা বিষয় নিয়ে মুখ খুলতে না। তাই সব দরজা যখন বন্ধ হয়ে গেছিল তখনই এই পথ বেছে নিই। বর্তমানে সালাউদ্দিনকে একহাতে অভিযোগ পত্র এবং আরেক হাতে লাল কালিতে ছাপানো প্ল্যাকার্ড নিয়েই কখনও বসে, কখনও আবার রাস্তায় রাস্তায় ঘুরতে দেখেন ভাঙরের পথ চলতি মানুষ। তৃণমূলের তরফে অবশ্য এ প্রসঙ্গে জানানো হয়, মোকারেম দলের কোনও কর্মী নন, তিনি একজন সমর্থক মাত্র।