সহেলি মিত্র, কলকাতা: মঙ্গলবার সাতসকালে ভয়ানক ঘটনা ঘটে গেল কলকাতায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সন্তোষপুর রেলওয়ে স্টেশনে (Santoshpur Station Fire)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে সাধারণ রেলযাত্রীদের মধ্যে। নিরাপত্তার জন্য বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
সন্তোষপুর রেলস্টেশনে ভয়ানক অগ্নিকাণ্ড
সামনেই রয়েছে দুর্গাপুজো। কিন্তু আসন্ন এই পুজোর আগে মাথায় হাত পড়ল বহু ব্যবসায়ীর। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান। জানা গিয়েছে, এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে সকাল ৭টা নাগাদ আগুন লেগে যায়। প্রথম আগুন দেখা যায় ১ নম্বর প্ল্যাটফর্মে । তারপর দ্রুত গতিতে সেই আগুন আরও ছড়িয়ে পড়ে। কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে কালো ধোঁয়া। লেলিহান শিখা দেখা যায় দূর থেকে। সকাল ৭ টা থেকে ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে।
পুড়ে ছাই একের পর এক দোকান
আগুনের তীব্রতা এতটাই ছিল যে সকলের চোখের সামনে কিছু বুঝে ওঠার আগে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এদিকে পুজোর মুখে এহেন ঘটনায় হাহাকার পড়ে গিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে দোকানের ভেতরে থাকা সব সামগ্রী। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে প্রায় ৪৫ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। তবে তারই মধ্যে সব হারিয়ে ফেলেন মানুষ।
এদিকে এহেন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের মধ্যে রয়েছেন যাত্রী থেকে দোকানদাররা । শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো অবধি আগুন নেভানোর কাজ চলছে। শর্ট সার্কিট থেকে আগুন, অনুমান দমকল আধিকারিকদের।