সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রাথমিক স্তরে স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগের (WB Teacher Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার প্রকাশিত হয়েছে এই নোটিশ। সেই অনুযায়ী সরকারি, সরকার সহায়ক এবং সরকার পোষিত প্রাথমিক জুনিয়র স্কুলে মোট ২৩০৮ শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
কারা আবেদন করতে পারবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীদের ভারতের নাগরিক হতে হবে। পাশাপাশি আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে ডি.এড./ ডি.এল.এড বা সমতুল্য কোনও ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এর সাথে বৈধ সিআরআর নম্বর থাকা বাধ্যতামূলক এবং অন্তর্ভুক্তকালীন শিক্ষায় ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণ করে থাকতে হবে।
বয়স সীমা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রার্থীদের ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী ২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। শুধু তাই নয়, প্রার্থীদের স্কুলের নির্দিষ্ট বিষয় বা ভাষায় পড়ানোর সক্ষমতা থাকতে হবে এবং টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
মূলত ১০০ নম্বরের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হবে। এর মধ্যে টেট পরীক্ষার জন্য থাকবে ৮০ এবং শ্রেণিকক্ষে শিক্ষাদান ও ইন্টারভিউয়ের জন্য থাকবে ২০ নম্বর। পাশাপাশি আবেদনকারীদের নিজেদের পছন্দের জেলা বেছে নিতে হবে ডিপিএসসি বা প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে। কিন্তু চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে সংশ্লিষ্ট শূন্যপদ এবং ভাষা বিভাগের উপরেই।
কবে থেকে আবেদন শুরু হচ্ছে?
যদিও এখনো অনলাইনে আবেদন জমা দেওয়ার তারিখ বা বিস্তারিত কিছু ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। এমনকি পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। বহুদিন ধরেই শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন ও দাবিতে সোচ্চার হয়েই পর্ষদের এই নিয়োগ প্রক্রিয়া।
আরও পড়ুনঃ পুজোর আগে দাম কমল সোনা-রুপোর! আজকের রেট
উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ৬০০ টাকা এবং ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। কিন্তু তপশিলি জাতি, উপজাতি ও ইডব্লিউবিএস বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনওরকম আবেদন ফি লাগবে না।
WBBPE Recruitment Notice- Download Now