চিনের মাটিতে সোনা জয়! স্কেটিংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস লিখলেন আনন্দ

Published on:

Anandkumar Velkumar Wins Gold Speed staking World Championships

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের মাটিতে ইতিহাস লিখলেন ভারতের স্পিড স্কেটার আনন্দকুমার ভেলকুমার (Anandkumar Velkumar)। সোমবার, প্রতিবেশী দেশের বেইডাইতে স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন তিনি। জানা যাচ্ছে, 22 বছরের আনন্দ 1 ঘন্টা 24 মিনিট 924 সেকেন্ড সময় নিয়ে সিনিয়র পুরুষদের 1,000 মিটার স্প্রিন্ট ইভেন্টে শীর্ষেস্থান দখল করেছেন।

সম্প্রতি ব্রোঞ্জ জিতেছিলেন আনন্দ

কিছুদিন আগেই 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারতের গর্ব আনন্দ। সেবার ছেলের সাফল্যে আনন্দে ফেটে পড়েছিলেন ভেলকুমারের পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজনরা। এবার সেই আনন্দই গড়ল বিশ্ব রেকর্ড। চিনের মাটিতে দাঁড়িয়ে দীর্ঘ পরিশ্রমের ফল একেবারে হাতে নাতে পেয়েছেন আনন্দ। রিপোর্ট অনুযায়ী, সিনিয়র বিভাগের পাশাপাশি জুনিয়র ক্যাটেগরিতেও সোনা জিতেছে ভারত। এই বিভাগে 1,000 মিটার স্প্রিন্টে সোনা জয় করেছেন কৃশ শর্মা।

আনন্দকুমারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের গর্ব আনন্দর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সদ্য নিজের এক্স হ্যান্ডেলে ভেলকুমারকে শুভেচ্ছা জানাতে মোদি লেখেন, 2025 সালের স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিনিয়র পুরুষদের 1,000 মিটার স্প্রিন্টে সোনা জেতায় আনন্দকুমার ভেলকুমারের জন্য আমরা গর্বিত। তাঁর দৃঢ়তা, গতি এবং মনোবল তাঁকে স্কেটিংয়ে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলেছে। তাঁর এই কৃতিত্ব অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করবে। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য আমার শুভকামনা রইল।

 

অবশ্যই পড়ুন: ১০ লক্ষ ব্যারেল তৈলবাহী রুশ জাহাজকে ফিরিয়ে দিল আদানি বন্দর! কারণ কী?

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে চেংডুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গেমসে 1,000 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন আনন্দ। এর আগে 2021 সালে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 15 কিলোমিটারের ইভেন্টে রূপো জিতেছিলেন তিনি। এছাড়াও পরে হংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে 3,000 মিটার দলের রিলেতে ভারতের জন্য ব্রোঞ্জ জয়ে অবদান রাখেন তিনি। বলা বাহুল্য, তামিলনাড়ুর বাসিন্দা আনন্দ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও সফল। বর্তমানে তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥