সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সবথেকে বড় ব্যাঙ্ক SBI (State Bank of India) তাদের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়মে পরিবর্তন আনল। যদি আপনার কাছে সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং অটো-সুইপ ফেসিলিটি ব্যবহার করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আগে যেখানে গ্রাহকদের 35 হাজার টাকা ব্যালেন্স থাকলে এই সুবিধা দেওয়া হত, এখন সেখানে সেই সীমা বাড়িয়ে 50 হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম 50 হাজার টাকার বেশি থাকলেই আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবে মাল্টি অপশন ডিপোজিটে রূপান্তরিত হবে।
কী এই অটো-সুইপ সুবিধা?
জানিয়ে রাখি, যখন আপনার সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট অংকের বেশি টাকা জমা থাকে, তখন সেই অতিরিক্ত টাকা স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট পরিণত হয়। এরে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সুদের বদলে আপনি স্থায়ী আমানতের সুদ পাবেন। অর্থাৎ, তুলনামূলকভাবে বেশি রিটার্ন মিলবে। আবার যখন দরকার হবে, তখন সেই টাকা ভেঙে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে। এভাবেই গ্রাহকরা একদিকে যেমন সঞ্চয় ও নিরাপত্তা পায়, তেমনই বাড়তি সুদের সুবিধাও পায়।
নতুন নিয়মে কী বদল আসছে?
নতুন নিয়ম অনুযায়ী, 35 হাজার টাকার বদলে এখন 50 হাজার টাকা থেকেই শুরু হবে এই MOD সুবিধা। পাশাপাশি গ্রাহকদের অ্যাকাউন্টে যদি নির্দিষ্ট দিনে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স না থাকে, তাহলে MOD থেকে প্রয়োজনীয় টাকা ভেঙে নেওয়া যাবে। এমনকি এই সুদ দেওয়া হবে ত্রৈমাসিক বা চক্রবৃদ্ধি হারে। কিন্তু আগেভাগে টাকা তোলা হলে ব্যাঙ্ক কিছুটা জরিমানা কেটে নিতে পারে। তবে বাকি অর্থের উপর সুদ পাবে গ্রাহক।
আরও পড়ুনঃ গ্রুপ সি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের! পুজোর আগেই জেলমুক্তি?
সবচেয়ে বড় ব্যাপার, ব্যাঙ্কের নিয়ম বদলের পাশাপাশি এবার রেল কর্মীদের জন্যও এসেছে বিরাট সুখবর। স্টেট ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টধারী সমস্ত রেল কর্মীরা এবার অতিরিক্ত 10 লক্ষ টাকার বীমা কভারেজ পাবে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। কোনওরকম প্রিমিয়াম বা মেডিকেল টেস্ট লাগবে না। সম্প্রতি রেল মন্ত্রকের প্রেস নোটিশে এই তথ্য জানানো হয়েছে। তাই স্টেট ব্যাঙ্কের রেল কর্মী গ্রাহকদের জন্য হতে চলেছে এটি সোনায় সোহাগা।