অপারেশন সিঁদুরেই শেষ হয়েছে মাসুদ আজহারের গোটা পরিবার! স্বীকারোক্তি জয়েশ ই মহম্মদের

Published on:

Jaish-e-Mohammed admitted that whole family of Masood Azhar where killed in operation sindoor

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরে পাক জঙ্গি মাসুদ আজহারের গোটা পরিবার নিকেশ করেছে ভারতীয় সেনা, প্রথমবারের মতো স্বীকারোক্তি পাক জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের (Jaish-e-Mohammed)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, জঙ্গি সংগঠনটির কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি স্বীকার করে নিয়েছেন, আজাহারের পরিবারের কেউই আর বেঁচে নেই।

শেষমেষ নতি স্বীকার করল পাক জঙ্গি সংগঠন

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওতে জয়েশ ই মহম্মদের কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মিরী স্বীকার করে নিয়েছেন, ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন আজাহারের পরিবারের অধিকাংশ সদস্যের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাঁর কথায়, পাকিস্তানের বাহাওয়ালপুর ডেরায় ভারত আক্রমণ চালালে, সেখানে মাসুদের পরিবারের বেশিরভাগই মারা যান।

Osint TV নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, পাকিস্তানের এক সভামঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন কাশ্মীরি। তাঁকে ঘিরে রয়েছে পাকিস্তান সেনার জাওয়ানরা। পেছনেও বেশ কয়েকজন জঙ্গি সংগঠনের সদস্য বসে আছেন। এদিন মূলত ভিডিও বার্তায় ইলিয়াসকে বলতে শোনা যায়, গত 7 মে, ভারতের অপারেশন সিঁদুরে আমাদের বিরাট ক্ষতি হয়েছে। জয়েশের সদর ঘাঁটি বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ, সুবহানাল্লাহ যে হামলা হয়েছে তাতে মাসুদ আজাহারের পরিবার সম্পূর্ণ নিকেশ হয়ে গিয়েছে।

 

অবশ্যই পড়ুন: চিনের মাটিতে সোনা জয়! স্কেটিংয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস লিখলেন আনন্দ

উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মৃত্যুর প্রতিশোধ নিতে 7 মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের অধীনে জোরালো হামলা চালায় ভারতীয় বায়ু সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি, মৃত্যু হয় শতাধিক সন্ত্রাসীর। আর সেখানেই প্রাণ গিয়েছিল জয়েশ ই মহম্মদের মাথা মাসুদ আজহারের আপনজনদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥