প্রীতি পোদ্দার, কলকাতা: ঢাকের কাঠি পড়ল বলে, হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মরশুম। তাই বেশ উত্তেজিত বাচ্চা থেকে বুড়ি সকলেই। আর সেই উত্তেজনাকে মাথায় রেখে প্রতি বছরের মত চলতি বছরেও দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে চার-চারটি বহুল প্রতীক্ষিত এবং আকর্ষণীয় বাংলা সিনেমা। যার মধ্যে রয়েছে দেবের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’। এমতাবস্থায় দেবের এই সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। চাইলেন দলের ক্রেডিটও।
‘রঘু ডাকাত’ নিয়ে মন্তব্য কুণালের
চলতি বছর পুজোর ছবি হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে একসঙ্গে চারটি আকর্ষণীয় ছবি—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’, অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’, শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরাণী’ এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’। সবাই যার যার ছবির প্রমোশনে বেজায় খাটছে। সঙ্গে রয়েছেন পরিচালকরাও। এদিকে একসঙ্গে এতগুলো ছবি মুক্তি পাওয়ার কারণে স্বাভাবিকভাবে প্রেক্ষাগৃহ বণ্টন ও প্রদর্শন সময় নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। সম্প্রতি প্রেক্ষাগৃহ বণ্টন নিয়ে বৈঠকও হয়েছে অনেকবার। কিন্তু সেই বৈঠকেও যে খুব একটা সমাধান মিলেছে তা যে নয়, সেটা একপ্রকার আকার ইঙ্গিতে স্পষ্ট করলেন কুণাল ঘোষ নিজেই।
বাড়তি শো নিয়ে ক্ষুব্ধ কুণাল
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাংবাদিক কুণাল ঘোষ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, “টলিউডে চুক্তিভঙ্গের ইঙ্গিত। বাংলার সিনেমার স্বার্থে ঠিক হয়েছিল পুজোয় মুক্তি পাওয়া ছবিগুলি প্রথমে সমান সুযোগ পাবে। তারপর দর্শকের সাড়া বা ব্যবসার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন সিনেমাহলের মালিকরা। কিন্তু খবর আসছে, প্রভাবশালী একটি ছবি শুরু থেকেই একাধিক হলে বাড়তি শো পাচ্ছে। ‘রক্তবীজ 2’র মত প্রথম পর্ব সুপারহিট হওয়া ছবিকেও কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে গোড়া থেকে। এটা কাম্য নয়। শুরুটা সবাই সমান সুযোগ পাক। তারপর দর্শকের বিচার। সেটা না হলে এত বৈঠকের মানে কী?”
রঘু ডাকাতের প্রমোশনে তৃণমূলের ক্রেডিট
কুণাল ঘোষ এদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলেন যে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে নজর দিন। হল মালিকরাও বিষয়টায় নিরপেক্ষতা রাখুন। চারটি সিনেমা, রক্তবীজ টু, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, যত কান্ড কলকাতাতেই সমান সুযোগ পাক আত্মপ্রকাশে, তারপর দর্শকের বিচারে দৌড় চলুক। একটা ছবি নেপথ্য প্রভাবে শুরুর দিন থেকে বাড়তি শো পাবে, এসব হলে তার প্রতিবাদও হবে।” এদিন নাম না করলেও কুণাল ঘোষ যে দেবের “রঘু ডাকাত”-কেই কটাক্ষ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও সেই প্রশ্ন সরাসরি কুণালবাবুকে করা হলেও তিনি নিজেও তা স্বীকার করেন। এছাড়াও কুণাল বলেন, “যেভাবে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চড়ে রঘু ডাকাতের প্রমোশন চলছে, তাতে ছবিটার ক্রেডিট লাইনে তৃণমূলের নাম থাকা উচিত।” তবে এখনও পর্যন্ত এই বিষয়ে পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাননি দেব।
আরও পড়ুন: টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের জমি হস্তান্তর! গ্রেফতার সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা
সোহিনীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণালের
কিছুদিন আগে অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ। আসলে সোহিনী রোজই ছবির স্বার্থে, প্রচারে অনুরাগীদের সঙ্গে মিশে যাচ্ছেন, গানের তালে নাচছেন, গাইছেন। তুলছেন সেলফিও। আর সেই সূত্র ধরেই এক বছর আগে আরজি কর কাণ্ডের বিচারের আন্দোলনে সোহিনীর এক বিস্ফোরক বক্তব্যকে টেনে আনলেন কুণাল। মাথায় মুকুট, ‘রঘু ডাকাত’ টিশার্ট পরা সোহিনীর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ”বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।”