বিশ্ব কাঁপাবে মোদীর এই বন্ধু! ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

Published on:

Baba Vanga Prediction

সৌভিক মুখার্জী, কলকাতা: পৃথিবী যখনই কোনও অশান্তির দিকে এগিয়েছে, ঠিক তখনই মানুষের মুখে শোনা গিয়েছে দুই নাম— বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুস। একথা আমরা বলছি না, বরং ইতিহাসই বলছে। তাঁদের ভবিষ্যদ্বাণী নিয়ে যেমন রয়েছে বিতর্ক, ঠিক তেমনই রয়েছে বিস্ময়। কারণ, অতীতে তাদের বলা বহু ঘটনা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। আর এবার আলোচনায় ২০২৫ সালের ভবিষ্যদ্বাণী (Baba Vanga Prediction)।

যুদ্ধের ছায়া ইউরোপে

নস্ত্রাদামুস তাঁর বিখ্যাত গ্রন্থ Les Propheties-এ লিখেছিলেন, ২০২৫ সালের শেষ তিন মাস ইউরোপের জন্য ভয়ঙ্কর আকার ধারণ করবে। সে সময় ইউরোপের বহু দেশে যুদ্ধের আগুন জ্বলবে। এমনকি ইংল্যান্ডও বাদ পড়বে না। অন্যদিকে বাবা ভাঙ্গা ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউরোপের একটি বৃহৎ অংশ যুদ্ধের ধ্বংসযুদ্ধে ভেঙে পড়বে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি থেকে অনেকেই মনে করছে যে, হয়তো সেই ভবিষ্যৎবাণী এবার বাস্তবে প্রতিফলিত হচ্ছে।

মোদী-পুতিনের বন্ধুত্ব

তবে এই অশান্তির সময়েও সামনে এসেছে নরেন্দ্র মোদীর নাম। আন্তর্জাতিক মহলে তাঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাই অনেকের মতে এই যুদ্ধ পরিস্থিতি থামাতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি চিনের সাংহাই সংস্থার শীর্ষ সম্মেলনে দুই নেতার বৈঠকে সেই আলোচনা আরও জোরদার হয়েছে। অনেকে বলছেন যে, মোদীর কূটনৈতিক পদক্ষেপ হয়তো বিশ্বকে আবারও নতুন মোড় দিতে পারে।

অতীতেও মিলেছে সত্যতা

তবে এই দুই ভবিষ্যৎ বক্তার কথা বর্তমানে যতটা আলোচিত হয়, তাঁর প্রমাণ অতীতেও ঠিক ততটাই পাওয়া গিয়েছে। কারণ হিসেবে আমরা বলতে পারি, বাবা ভাঙ্গার করা আমেরিকার ৯/১১ হামলা, চেরনোবিল দুর্ঘটনা, এমনকি সোভিয়েত ইউনিয়ন ভাঙন-এর ভবিষ্যদ্বাণী। সেগুলি একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। পাশাপাশি তিনি মিয়ানমার ও থাইল্যান্ডের বিধ্বংসী ভূমিকম্পের কথাও বলেছিলেন, যা পরে সত্য প্রমাণিত হয়েছে। এদিকে নস্ত্রাদামুস এক সময় ফ্রান্সের রাজা দ্বিতীয় হেনরির মৃত্যুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যা পরবর্তীতে একেবারে হুবুহু মিলে গিয়েছে।

আরও পড়ুনঃ পুজোয় নতুন চমক সৌরভের, লঞ্চ করলেন নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘সৌরাগ্য’! কোথায় পাবেন?

থেকে যাচ্ছে প্রশ্ন….

তাঁদের এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী কি সত্যিই ২০২৫ সালের শেষভাগে ইউরোপে আবারও যুদ্ধের আগুন জ্বলবে? নাকি যুদ্ধ পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী মোদীর কূটনৈতিক দক্ষতা কোনও শান্তির বার্তা নিয়ে আসবে। থেকে যাচ্ছে প্রশ্ন…!  এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ইতিহাস বলছে, তাদের ভবিষ্যদ্বাণী কখনও মিথ্যা হয় না, সব উত্তর সময়ই বলবে…!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥