প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো আসতে আর বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন। কিন্তু বৃষ্টির দুর্যোগ (Weather Update) কিছুতেই কাটতে চাইছে না বঙ্গের আবহাওয়া থেকে। সকাল দুপুর সন্ধ্যে সবসময় হয়েই চলেছে বৃষ্টি। এদিকে মণ্ডপ সজ্জার কাজ ব্যাঘাত ঘটছে। বৃষ্টির জলে অনেক জায়গায় প্যান্ডেলের অবস্থা খুব খারাপ। এমতাবস্থায় বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
প্রতি বছর সাধারণত বিশ্বকর্মা পুজো থেকেই বর্ষা বঙ্গ থেকে বিদায় নিতে শুরু করে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিম রাজস্থান থেকে। কিন্তু, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও এই নিম্ন চাপের কোন প্রভাব বঙ্গের আবহাওয়া পড়বে না। তবে বাতাসে অত্যাধিক আর্দ্রতার উপস্থিতির কারণে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনেও ভাসাবে বৃষ্টি। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ আর তার সঙ্গে পাল্লা দিয়ে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাদ যাবে না পশ্চিমী জেলাগুলি। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শুধু বৃষ্টি নয়, পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আরও পড়ুন: নোয়া বিতর্কে বিস্ফোরক কল্যাণ! বললেন ‘পরীক্ষা দিয়েছে তরুণী, ভুল বলছে মিডিয়া’
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। তবে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস।