প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল। তাই নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। তবে এবার স্কুল সার্ভিস কমিশন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হল মডেল উত্তরপত্র প্রকাশ।
প্রকাশিত হল মডেল উত্তরপত্র
কমিশনের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, রাতে এসএসসির নবম দশমের মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেহেতু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা নিজের উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য সুযোগ পাবেন পাঁচ দিন। তাই সেই হিসেব অনুযায়ী আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ পেতে চলেছেন পরীক্ষার্থীরা। তার পর বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে বলে জানানো হয়েছে। গত ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ১১টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ সব মিলিয়ে ৬০ টি করে প্রশ্নের মডেল উত্তর আপলোড করা হয়েছে।
নম্বর-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে ওয়েবসাইটে
এসএসসির পরীক্ষার্থীদের মতামত বা চ্যালেঞ্জ করার জন্য প্রতি প্রশ্ন পিছু দিতে হবে ১০০ টাকা করে। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা চ্যালেঞ্জ করতে পারবে। এরপর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ হিসেবে তাঁদের মতামত বা চ্যালেঞ্জ সঠিক হলে সংশ্লিষ্ট জমা করার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে উত্তরপত্র আপলোডের প্রক্রিয়া সম্পূর্ণ হলে এবং উৎসব পর্ব মিটলে অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছেন যে, যাঁরা এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় পাশ করবেন, তাঁদের নম্বর-সহ বিস্তারিত তথ্য দেওয়া থাকবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এছাড়াও শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে পরীক্ষার্থীদের যে ১০ নম্বর দেওয়ার কথা, তা যোগ হবে ইন্টারভিউয়ের আগেই।
আরও পড়ুন: হাওড়া তারকেশ্বর ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন সময়সূচি
উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর রাজ্যে দীর্ঘ নয় বছর পর এসএসসি পরীক্ষা হয়েছে। সেই দিন নবম ও দশম শ্রেণির পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন । আর পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৫২ জন। অর্থাৎ উপস্থিতির হার ছিল ৯১.৬২ শতাংশ। বেশিরভাগ পরীক্ষার্থী এসেছিলেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে। এছাড়াও গত ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন আবেদন করেছিলেন। কিন্তু পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। অর্থাৎ উপস্থিতির হার ছিল প্রায় ৯৩ শতাংশ । জানা গিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বরেই একাদশ ও দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করা হবে।