কেন্দ্রের পথেই হাঁটল পশ্চিমবঙ্গ সরকার, দুর্গাপুজোর জন্য কর্মীদের আগাম বেতন ঘোষণা নবান্নের

Published on:

nabanna salary

সহেলি মিত্র, কলকাতা: বাংলার সরকারী কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। আজ বিশ্বকর্মা পুজো। এরপর রয়েছে মহালয়া থেকে শুরু করে দুর্গাপুজো। আর এই উৎসবের আবহে সকলের আনন্দকে দ্বিগুণ করতে বিরাট পদক্ষেপ নিল বাংলার সরকার। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার মুখেই রয়েছে দুর্গাপুজো। এহেন পরিস্থিতিতে সকলের মুখে একটাই কথা, কবে বেতন মিলবে? সেই নিয়েই বার আসল সুখবরটা শোনাল মমতা বন্দোপাধ্যায়ের সরকার। জানানো হল কবে দেওয়া হবে আগাম বেতন।

পুজোর আগেই মিলবে সেপ্টেম্বর মাসের বেতন

এমনিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে বাংলায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন দুর্গাপুজোর আগেই দেওয়া হবে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে। এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকারও। অর্থ দফতরের তরফে বিশেষ নির্দেশিকা জারি কড়া হয়েছে। আর সেই নির্দেশিকা সম্পর্কে শুনে খুশিতে ডগমগ বাংলার সরকারি কর্মীরা।

পুজোর আগেই দেওয়া হবে সেপ্টেম্বর মাসের বেতন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন, ভাতা, পেনশন এবং বিভিন্ন আর্থিক সহায়তা নির্ধারিত সময়েই দেওয়া হবে।

বিজ্ঞপ্তি জারি নবান্নের

নবান্নের (Nabanna) বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতন, ভাতা ও স্টাইপেন্ড (গ্রান্ট-ইন-এইডসহ) ৪ ও ২৫ সেপ্টেম্বরে পাবেন কর্মচারীরা। এরইসঙ্গে সেপ্টেম্বর মাসের পেনশন জমা হবে ১ অক্টোবর। সেইসঙ্গে জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডারসহ অন্যান্য প্রকল্পের অর্থ DBT মারফত পৌঁছে যাবে ১ অক্টোবর। দফতরের তরফে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় বিল জমা পড়লেই নির্ধারিত সময়ে অর্থ ছাড় করা হবে।

বড় ঘোষণা কেন্দ্রের

জানা গিয়েছে, নবরাত্রি, দুর্গাপুজো-দশেরার কথা মাথায় রেখে, কেন্দ্রীয় কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন অগ্রিম দেওয়া হবে কেন্দ্রের তরফে। সরকার এমন ব্যবস্থা করেছে যাতে পশ্চিমবঙ্গে নিযুক্ত কর্মচারীদের বেতন ৩০ সেপ্টেম্বরের আগে দেওয়া যায়। লক্ষ্য, কারোর উৎসব উদযাপনে যাতে কোনও অসুবিধা না হয়। এই বিষয়ে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (সিজিএ) এর অফিস একটি আদেশ জারি করেছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে, রাজ্যে নিযুক্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, শিল্প কর্মচারী এবং পেনশনভোগীরা অগ্রিম অর্থ পাবেন। সেপ্টেম্বর মাসের বেতন ২৬ সেপ্টেম্বর ২০২৫ অর্থাৎ শুক্রবার করা হবে। সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দুর্গাপূজার প্রাক্কালে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ২৬শে সেপ্টেম্বর ২০২৫, শুক্রবারেই প্রদানের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥