সংঘর্ষবিরতির প্রস্তাব, কেন্দ্রের সাথে আলোচনায় বসতে চেয়ে বিবৃতি মাওবাদীদের!

Published on:

Maoist To Government They Announced Temporary suspension of armed struggle

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সশস্ত্র সংগ্রাম থেকে সরে আসতে চাই আমরা। সাময়িকভাবে কুকর্ম থেকে বিরত থাকতে চাই। বিবৃতি জারি করে কেন্দ্রীয় সরকারকে এমন বার্তাই দিল ভারতের কমিউনিস্ট পার্টি ( মাওবাদী)। ডেকান হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, অন্তত এক মাসের জন্য সরকারকে যুদ্ধবিরতি ঘোষণা করে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে মাওবাদীরা ( Maoist To Government)। সেই সাথে নিরাপত্তা বাহিনীর অভিযানও বন্ধ করার আবেদন জানিয়েছে তারা।

বিবৃতি জারি করে কেন্দ্রের কাছে কাকুতি-মিনতি মাওবাদীদের

সরাসরি বিবৃতি জারি করে কেন্দ্রের উদ্দেশ্যে মাওবাদীরা স্পষ্ট জানিয়েছে, তারা আগে বহুবার যুদ্ধবিরতি চেয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করেছিল। তবে দুর্ভাগ্য, কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে একেবারেই আগ্রহী হয়নি। আলোচনায় বসার কোনও প্রস্তাবও দেয়নি। মাওবাদীদের একটা বড় অংশের দাবি, তাদের সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক কেশব রাও শান্তি আলোচনার জন্য উদ্যোগী হয়েছিলেন। আমরাও সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্যই সরকারের সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে চাইছি।

এখানেই শেষ নয়, আগামী এক মাসের জন্য সরকারের কাছে যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সংগ্রাম আপাতত বন্ধ রাখার আবেদন জানিয়েছে তারা। মাওদের বক্তব্য, ভবিষ্যতে যতদূর সম্ভব আমরা জনসাধারণের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এ বিষয়ে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তাঁর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে তৈরি। কেন্দ্রের কাছে আমাদের একটাই অনুরোধ, দেশের বিভিন্ন রাজ্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা সহকর্মীদের সঙ্গে আলোচনার জন্য আমাদের অন্তত একটা মাস সময় দিন।

অবশ্যই পড়ুন: আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ, সুযোগ আছে রশিদদেরও

ভার্চুয়ালি সরকারের সাথে আলোচনায় বসতে চায় মাওবাদীরা

সরকারের সাথে আলোচনায় বসার দাবি জানিয়ে সেই পদ্ধতিও বলে দিয়েছে মাওরা। তাঁদের কথায়, প্রাথমিকভাবে ভিডিও কলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করতে রাজি আমরা। তবে তার আগে সরকারকে আনুষ্ঠানিকভাবে সংঘর্ষবিরতি ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে মাওবাদী গোষ্ঠী। যদিও এই বিবৃতি কতটা সত্য তা যাচাই করার চেষ্টা করছে ছত্তিশগড় সরকার।

সে প্রসঙ্গে রাজ্যটির উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেন, বিবৃতিতে যে সংঘর্ষবিরতির দাবি করা হয়েছে তা আপত্তিজনক। কেননা, যুদ্ধের কোনও পরিস্থিতিই তৈরি হয়নি। যদিও সবশেষে, ভারতের কমিউনিস্ট পার্টির(মাওবাদী) তরফে আশা বিবৃতি আদৌ কতটা সত্য তা যাচাই করতে কেন্দ্রের সাথে আলোচনা করার কথা উল্লেখ করেছেন তিনি। বিজয় শর্মা মনে করেন, কেন্দ্রের কাছে আত্মসমর্পণ করলেই আগামী দিনে সুস্থভাবে জীবন যাপন করতে পারবেন মাওবাদীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥