প্রীতি পোদ্দার, কলকাতা: বাগদায় (Bagdah) স্কুল ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি ও অশ্লীল আচরণের অভিযোগ উঠল উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে গ্রেফতারের দাবি তুলে তুমুল বিক্ষোভ স্কুল চত্বরে। এমনকি অভিযুক্ত শিক্ষককে মারধর করে স্কুলের ছাত্র, ছাত্রীরা। গোটা ঘটনায় চরম অশান্তির ছবি ফুটে ওঠে বাগদা ব্লকে।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার, ১৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে সহ প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই স্কুলে পাঠরত একাধিক ছাত্রীকে নানা কুমন্তব্য করার পাশাপাশি একাধিক অশালীন ইঙ্গিতও করেছেন। যার জেরে এবার প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। শিক্ষককে বেধড়ক মারধর করা হয়, যার ফলে ওই শিক্ষকের মাথা ফেটে যায়। পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করলে তা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এসে কোনওরকমে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ অস্বীকার সহ প্রধান শিক্ষকের
বাগদা থানার পুলিশ জানিয়েছে, অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে সহ প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত শিক্ষকের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। সবই নাকি চক্রান্ত করা। তিনি জানিয়েছেন, স্কুলের সহ প্রধান শিক্ষক হওয়ায় অনেক সহকর্মী সেটি মেনে নিতে পারেনি, তাই তাঁদের চক্রান্তে স্কুলের ছাত্র ছাত্রীরা এমন পদক্ষেপ নিয়েছে। এর সত্যতা ঠিক বেরিয়ে আসবে। গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছে স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে।
আরও পড়ুন: কাকদ্বীপে স্কুলের মধ্যেই শিক্ষককে তাড়া করে পেটালেন তৃণমূল নেতা!
অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরেই নাকি বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে সহ প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাস নানা ভাবে ছাত্রীদের উত্যক্ত করছিলেন। এমনকি ছাত্রীদের সঙ্গে বেশ কয়েকবার শ্লীলতাহানির চেষ্টাও করেন। কয়েকজন ছাত্রীকে কুপ্রস্তাবও দেন। ছাত্রীরা বাড়িতে জানালে, অভিভাবকেরা এর তীব্র প্রতিবাদ জানায়।