এবার বিধাননগর কল্যাণীর ট্রেন ঘোষণা পূর্ব রেলের! দেখুন সময়সুচি

Published on:

bidhannagar kalyani train

সহেলি মিত্র, কলকাতা: সামনে রয়েছে দুর্গাপুজো। আর আসন্ন এই মহোৎসবকে ঘিরে সেজে উঠেছে কলকাতা শহর থেকে শুরু করে একের পর এক জেলা। শেষ মুহূর্তের কেনাকাটি চলছে সকলের। এদিকে পুজোর সময় থেকে শুরু করে বর্তমান সময় সাধারণ মানুষের যাতায়াত করতে যাতে অসুবিধা না হয় সেজন্য পূর্ব রেলের তরফে একগুচ্ছ ট্রেনের সুবিধা দেওয়া হচ্ছে। তারপরেও যেন সাধারণ মানুষের একটাই অভিযোগ, পর্যাপ্ত ট্রেন মিলছে না। আর যে ট্রেন মিলছে সেগুলি বাদুর ঝোলা হয়ে চলছে। এহেন পরিস্থিতিতে এবার শিয়ালদা কিংবা হাওড়া নয়, এবার বিধাননগর স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ভিড় সামলাতে বিধাননগর থেকে ছুটবে লোকাল ট্রেন

হাওড়া কিংবা শিয়ালদার পর এই বিধাননগর রোড রেল স্টেশনটি হল শহরতলীর অন্যতম জনবহুল স্টেশন। রেলের এক রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে গড়ে ১.৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। তবে পিক আওয়ারে থাকে সবথেকে যাত্রীর চাপ। ফলে এবার এই চাপ সামলাতে বড় ঘোষণা করল পূর্ব রেল। মূলত যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নতুন একটি লোকাল ট্রেনের পরিষেবা পেতে চলেছে। নিশ্চয়ই ভাবছেন কোন রুটে এই নতুন ট্রেন পরিষেবা মিলবে?

আরও পড়ুনঃ বরাদ্দ ১৪৯ কোটি, উৎসবের আবহে ৫০,০০০ মানুষকে পেনশন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবে ও কোন রুটে চলবে নতুন ট্রেন?

জানা গিয়েছে, নতুন ট্রেন পরিষেবা ২২শে সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হবে। এই পরিষেবা প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, ট্রেন নম্বর ৩১৩৪৩ আপ বিধাননগর রোড – কল্যাণী লোকাল বিধাননগর রোড (BIdhannagar Kalyani Train) থেকে সন্ধ্যা ৭টা বেজে ২৭ মিনিটে ছাড়বে। এরপর সেটি রাত ৮টা ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। সব স্টেশনে স্টপেজ থাকবে ট্রেনটির। অপরদিকে ট্রেন নম্বর ৩১৩৪০ ডাউন কল্যাণী – শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে এবং সেটি রাত ১০টা ১৯ মিনিটে শিয়ালদা পৌঁছবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥