ফুটবলের নামে মানব পাচারের চেষ্টা! পাকিস্তানি দলকে ঘাড়ধাক্কা দিল জাপান

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভুয়ো ফুটবল দল পাঠানোর অভিযোগ তুলে পাকিস্তানি প্লেয়ারদের ঘাড় ধাক্কা দিল জাপান! শুধু তাই নয়, জাল নথি দেখানোয় ওই পাক দলটির (Pakistan Fake Football Team) সাথে মানব পাচার চক্রের যোগ আছে বলেও আশঙ্কা করছে জাপানের কর্তৃপক্ষ।

ফেরত পাঠানো হচ্ছে ভুয়ো পাক দলটিকে

মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের তদন্তকারী সংস্থা দাবি করছে, 22 জনের একটি ফুটবল দল শিয়ালকোট থেকে বিমানে করে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পরবর্তীতে জাপান কর্তৃপক্ষ তাদের হাতেনাতে ধরে। অভিযোগ, ওই দলের প্রত্যেকের নথি ভুয়ো।

পাক তদন্তকারী সংস্থাটির কথায়, জাপানের কর্তৃপক্ষ দাবি করছে মূলত ফুটবল দলের ছদ্মবেশে মানব পাচার চক্রের পরিকল্পনা করতে জাপানে গিয়েছিল পাকিস্তানিরা। ইতিমধ্যেই এই ঘটনায়, মালিক ওয়াকাস নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকিস্তানের তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলাও। এদিকে বেশ কয়েকটি রিপোর্ট বলছে, জাপানের কর্তৃপক্ষের তরফে আটক হওয়া পাকিস্তান দলটিকে ফেরত পাঠানোর তোরজোর শুরু করেছে তারা।

জাপানের তদন্তকারী আধিকারিকদের দাবি, গোল্ডেন ফুটবল ট্রায়াল নামের একটি দলের হাত ধরে 22 জন পাকিস্তানিকে জাপানি পাঠিয়েছিল ওয়াকাস। যদিও পরবর্তীতে জাপানি কর্তৃপক্ষ ওই 22 জন পাকিস্তানির পরিচয়পত্র যাচাই করতেই সন্দেহ দানা বাঁধে। এরপরই তাদের আটকে রেখে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাপানের কর্তৃপক্ষ। সেই সাথেই, আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য পাকিস্তানকে সতর্ক করেছে জাপানের প্রশাসন।

অবশ্যই পড়ুন: চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১০

উল্লেখ্য, এমনিতেই এশিয়া কাপে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। ভারতীয়রা হাত না মেলানোয় প্রথমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একাধিক দাবি জানালেও কোনও কিছুতেই কাজের কাজ হয়নি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে হুমকি দিয়ে বলা হয়েছিল, তাদের দাবি না মানা হলে এশিয়া কাপে আর দল নামানো হবে না। এদিকে ICC পাকিস্তানের দাবি উড়িয়ে দিলেও হুমকি দিয়েও এশিয়া কাপে খেলছে পাক দল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥